‘ট্রাম বন্ধ’ গুজব? আসল ফ্যাক্ট চেকে চাঞ্চল্যকর তথ্য | Kolkata Tram Service

ট্রামের জন্য এবার মুখ পুড়ল (Kolkata Tram Service) কলকাতা: কলকাতার ঐতিহ্য ট্রামের জন্য এবার মুখ পুড়ল রাজ্য সরকারের! পুরোটাই কী গুজব?যে সিদ্ধান্ত ঘিরে এতো বিতর্ক,সেটা…

Kolkata Tram Service

ট্রামের জন্য এবার মুখ পুড়ল (Kolkata Tram Service)

কলকাতা: কলকাতার ঐতিহ্য ট্রামের জন্য এবার মুখ পুড়ল রাজ্য সরকারের! পুরোটাই কী গুজব?যে সিদ্ধান্ত ঘিরে এতো বিতর্ক,সেটা সম্পর্কে কতটুকু জানেন? আসল ফ্যাক্ট চেকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। (Kolkata Tram Service Stopped)

২টো রুটে ট্রাম (Reasons Behind The Decision)

কলকাতার ট্রাম। ১৫০ বছরের ঐতিহ্য। তিলোত্তমার সঙ্গে প্রথম প্রথম ভাবে জড়িয়ে শহর জুড়ে বিছানো ট্রাম লাইন। কিন্তু সেই সব কিছু ইতিহাসের পাতায় চলে যাচ্ছে? বিদায় নিচ্ছে? কলকাতার বুকে আর যাত্রী নিয়ে ছুটবে না ঢিমে তালে চলা ট্রাম? ট্রাম কী সত্যিই শহর কলকাতা কে আলবিদা জানাচ্ছে? না। আসলে, কলকাতার রাস্তায় এখন মাত্র ২টো রুটে ট্রাম চলে। একটা বালিগঞ্জ-ধর্মতলা, আরেকটা শ্যামবাজার-ধর্মতলা রুট। তবে সেই দুই রুটে এবার ট্রাম চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যা জানিয়েছেন তাতে মহানগর কলকাতা একেবারে নিরাশ হবেনা। বরং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পর্যটকদের জন্য অন্যরকম ভাবনা। হ্যাঁ, এবার শুধু এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত শুধু সাড়ে ৩ কিলোমিটার রাস্তায় পর্যটকদের জন্য চলবে একটা বিশেষ ট্রাম। হেরিটেজ আকারে ওই সুসজ্জিত ট্রাম চাপবেন তাঁরা, যাঁরা কলকাতায় আসবেন।

ট্রামের জয়রাইডে সন্তুষ্ট না (Impact On Commuters)

কিন্তু, শুধুমাত্র ট্রামের জয়রাইডে সন্তুষ্ট না শহর কলকাতার মানুষ। বলা ভালো? গোটা বাংলার মানুষের মন খারাপ। কারণ একটাই, তারা বলছেন যে দুটো রুটে নাম সাক্ষী ট্রাম চলত সেটাও বন্ধ করা, না। ?রাজ্য সরকার মোটেও ঠিক সিদ্ধান্ত নেয়নি। যদিও মানুষ বলছে, কলকাতার মনে এবং ইতিহাসের পাতা থেকে কখনও মুছে যাবেনা ট্রাম।

তবে আবেগে চিরে ভিজছেনা। ছোটগাড়ির দুর্ঘটনা এড়াতে শহরের বুকে বিছিয়ে থাকা ট্রামলাইনগুলো তুলে ফেলা হবে বলে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকার। কারণ ও দর্শিয়েছে। এই ট্রাম পরিষেবা বন্ধের পেছনে সরকারের দেখানো আরও একটা বড় কারণ হল কলকাতার যানজট। তবে এই সবকিছু কখন হচ্ছে? যখন শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। সেই মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানতে চেয়েছে আদালত। আর এই আবহেই ১৫০ বছরের ঐতিহ্যের চাকা বন্ধের সিদ্ধান্ত নিয়ে মমতা সরকার বিরাট সমালোচনার মুখে। তারপরেও সিদ্ধান্ত বদলের আশা নেই। বরং আদালতকে এবার সরকার জানাতে চলেছে তাদের অবস্থান।

নস্ট‍্যালজিয়া ট্রাম (Nostalgia Tram)

যদিও, বহুবছর ধরে শোনা যাচ্ছিল যেকোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ‘কল্লোলিনী তিলোত্তমার’ নস্ট‍্যালজিয়া ট্রাম। মনে করিয়ে দিই, ১৮৮৩ সালে কলকাতা সহ ভারতের ১৫ টা শহরে যাত্রা শুরু করেছিল এই ট্রাম। তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়ছে ট্রাম যাত্রা। আগের চেয়ে শহর কলকাতাতে অনেকাংশে কমেও গিয়েছে ট্রাম চলার রাস্তা। ধীরে ধীরে কমেছে শহরে ট্রামের সংখ‍্যাও। এটা তো ঠিক ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলত, টানা রিকশা ছিল। এখন অত্যাধুনিক ক্যাব মেট্রো চালু হয়েছে। কিন্তু রাস্তা আগে যা ছিল তাই রয়েছে। নতুন করে রাস্তা হয়নি। নতুন করে রাস্তা করা যায়নি। তাই অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, যানজট বাড়ছে।

যদিও, ট্রাম বন্ধের খবর চাউর হতেই কেউ কেউ বলছেন, ঐতিহ্যের পাশাপাশি উপযুক্ত পরিবহণ হিসবে লন্ডন-সহ দুনিয়ার বিভিন্ন দেশে এখনও চলে ট্রাম ও ডবল ডেকার। আর কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে তুলেই দেওয়া হচ্ছে সেই ট্রাম?

আরও পড়ুন..

বিরাট চক্রান্ত! নির্যাতিতার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের, এবার জালে কে?

সুকন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন অনুব্রত! 

Bengal : Kolkata Tram Service – Get the latest update on Kolkata tram service stopping forever! Know the reasons behind the decision & its impact on commuters. (Kolkata Tram Service Stopped)