kolkata
কলকাতা: কয়েক দিন আগেই কলকাতার কসবার এক বেসরকারি স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় দশম শ্রেণির পড়ুয়ার। প্রাথমিকভাবে সে আত্মহত্যা করেছে বলে স্কুল কর্তৃপক্ষ দাবি করলেও পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। এই নিয়ে থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে। এবার সেই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। ইতিমধ্যেই স্কুলের গেটে নোটিস দিয়ে স্কুল বন্ধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
গত সোমবার দুপুরে স্কুলের পাঁচ তলা থেকে পড়ে যায় ওই ছাত্র। ছাত্রের বাবার বক্তব্য, মানসিক চাপ সৃষ্টি করে তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। একটি প্রজেক্ট জমা দেওয়ার কথা থাকলেও তাঁর ছেলে দিতে পারেনি। তার জন্য তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সবার সামনে। সে হয়তো তাতে অপমানিত হয়েছিল। তাঁর অনুমান স্কুলের মধ্যে তার ছেলেকে মেরে পরে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয়েছে। কেন এমন অভিযোগ করছেন তিনি সেটাও জানিয়েছেন ব্যক্তি। তাঁর কথায়, করোনাকালেও স্কুল বেতন কমাচ্ছিল না। অন্য অভিভাবকদের কর্তৃপক্ষের বিরুদ্ধে একত্রিত হওয়ার মধ্যে তিনিও ছিলেন। তাই তাঁর ছেলের বিরুদ্ধে স্কুল ইচ্ছাকৃত অনেককিছু করেছে বলে দাবি।
ইতিমধ্যেই কয়েকদফায় স্কুলের কয়েকজন শিক্ষক-অশিক্ষক কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। কিন্তু আজ স্কুলের বন্ধের নোটিসে বাকি পড়ুয়া এবং অভিভাবকরা ভাবিত হয়ে গিয়েছেন। আদতে কবে স্কুল খুলবে, পড়াশুনার কী হবে, তা নিয়ে চিন্তিত তারা।