Aajbikel

বিশ্বকর্মা পুজোর আনন্দ মাটি করে নামবে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

 | 
বৃষ্টি

কলকাতা: সপ্তাহের শুরু থেকে ফের আসতে চলেছে আবহাওয়ার বদল৷ আজ সকাল থেকেই মুখ গোমরা আকাশের৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে৷ সঙ্গে ব্রজ্র-সহ বৃষ্টিপাত হবে কলকাতা এবং শহরতলিতে৷ তবে গরম এখনও কমছে না৷ আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিক। তবে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।


কোন কোনো জেলায় বৃষ্টি হবে আজ? বিশ্বকর্মা পুজোর আনন্দে জল ঢেলে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলায়৷ বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে৷ সকাল থেকেই গাঙ্গেও দক্ষিণবঙ্গের আকাশে ঘন কালো মেঘের আনাগোনা৷ কোথাও কোথাও সকাল সকাল বৃষ্টি নামতে পারে বলে ইঙ্গিত৷ এদিকে আজ থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এরইমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। শীঘ্রই সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ি নিম্নচাপে পরিণত হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ 

দিল্লির মৌসব ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে৷ আংশিক প্রভাব পড়বে বাংলার উপরেও। বৃষ্টি হলেও আগামী ৪৮ ঘণ্টায় গোটা বাংলাতেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে৷ বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। 

Around The Web

Trending News

You May like