ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল প্রেসিডেন্সি, ঘেরাও উপাচার্য, ১৫২ ঘণ্টা ধরে অবস্থানে পড়ুয়ারা

কলকাতা: ফি বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও৷ গত সাতদিন ধরেই ছাত্র ফেডারেশনে অবস্থান বিক্ষোভ চলছে৷ পেরিয়ে গিয়েছে ১৫২ ঘণ্টা৷ বুধবার সন্ধ্যায় ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে…

preci

কলকাতা: ফি বৃদ্ধির প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘেরাও৷ গত সাতদিন ধরেই ছাত্র ফেডারেশনে অবস্থান বিক্ষোভ চলছে৷ পেরিয়ে গিয়েছে ১৫২ ঘণ্টা৷ বুধবার সন্ধ্যায় ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করা হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে সম্প্রতি ফি বৃদ্ধি করার পরই প্রতিবাদে ফেটে পড়েন পড়ুয়ারা। ফি কমানোর দাবি জানিয়ে শুরু হয় বিক্ষোভ৷ এসএফআই-এর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসেন পড়ুয়ারা। এখনও কোনও সুরাহা মেলেনি বলেই খবর৷ বুধবার দুপুরে ফি বৃদ্ধি নিয়ে উপাচার্যের সঙ্গে পড়ুয়াদের বৈঠক হয়। পড়ুয়ারা উপাচার্যের কাছে লিখিত আশ্বাস চেয়েছিলেন। কিন্তু উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী তা দিতে অস্বীকার করার পরই ফের তাঁকে ঘেরাও করা হয়।

বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তাঁদের শুধুমাত্র মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে৷ এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ করেননি উপাচার্য৷