আরও পেশাদার হবে কলকাতা পুলিশ, কমিশনারের চেয়ারে বসে বার্তা সৌমেন মিত্রে

আরও পেশাদার হবে কলকাতা পুলিশ, কমিশনারের চেয়ারে বসে বার্তা সৌমেন মিত্রে

কলকাতা: বিধানসভা নির্বাচন যখন একপ্রকার দরজায় কড়া নাড়ছে, তখনই রাজ্যের পুলিশ প্রশাসনে ঘটেছে বড়সড় রদবদল। পুলিশ কমিশনার পদে অনুজ শর্মার জায়গায় নিযুক্ত হয়েছে সৌমেন মিত্র। নির্বাচনী আবহে রাজ্য সরকারের এহেন পদক্ষেপ নিয়ে এখনও থামেনি চর্চা। তার মাঝেই নতুন দায়িত্ব পেয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন নয়া পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

রাজ্যের মানুষের সেবায় এবার থেকে আরো বেশি পেশাদারিত্ব নিশ্চিত করা হবে, এদিন দায়িত্ব বুঝে নিয়ে এমনটাই জানালেন সৌমেন মিত্র। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচন যে কলকাতা পুলিশের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে এদিন তাও স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, এবার থেকে অপরাধীদের শুধু গ্রেফতারিই নয়, নিশ্চিত করা হবে সাজাও।

সোমবার কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা সৌমেন মিত্রের হাতে তুলে দেন দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি আসেন তিনি। নতুন পদে হাজার চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাসী শোনায় কলকাতার নতুন পুলিশ কমিশনারের গলা। তিনি বলেন, “সব নির্বাচনই এক একটা চ্যালেঞ্জ। তবে এবার থেকে কলকাতা পুলিশ আরো বেশি পেশিদারিত্বের সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। শুধু গ্রেফতারই নয়, সাজাও নিশ্চিত করা হবে।”

এখানেই শেষ নয়, রাজ্যের পরিস্থিতি, অপরাধ জগতের চালচলনও এদিন পরিষ্কার করেন সৌমেন মিত্র। তাঁর কথায়, “আজকাল অপরাধের ধরন বদলে গেছে। সাইবার ক্রাইম এখন প্রাধান্য পেয়েছে।” এক্ষেত্রে তদন্ত ও চার্জশিট যাতে দ্রুত দেওয়া যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও, রাজ্যের মহিলা, শিশু এমনকি ট্রাফিক পুলিশ বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

বস্তুত, নতুন দায়িত্ব পেলেও সৌমেন মিত্র কলকাতা পুলিশ কমিশনার হিসেবে একেবারে নতুন নন। কারণ এর আগে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় কলকাতা পুলিশের কমিশনারের ছিলেন তিনি। সেবার দায়িত্বপ্রাপ্ত কমিশনার রাজীব কুমারের জায়গায় তাঁকে এই পদে আনে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু কলকাতা পুলিশ কমিশনার নয়, সম্প্রতি রাজ্য পুলিশের একসঙ্গে ২৪ জন আধিকারিকের পদমর্যাদা বদলির সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার।রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে কর্মরত সৌমেন মিত্রকে দেওয়া হয় সিপির দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − three =