রাতভর পুলিশি অভিযানে ১,০০০-র বেশি মামলা, ৫০০-র বেশি গ্রেফতার

রাতভর পুলিশি অভিযানে ১,০০০-র বেশি মামলা, ৫০০-র বেশি গ্রেফতার

কলকাতা: বর্ষবরণের রাতে শহরের সব জায়গায় চলেছে পুলিশি অভিযান। এই অভিযানের ফলে হাজারের বেশি মামলা দায়ের হয়েছে, ৫০০-র বেশি গ্রেফতারি হয়েছে। করোনা বিধি ভাঙা থেকে শুরু করে শ্লীলতাহানি, বেপরোয়া বাইক-গাড়িকে আটক, বেআইনি মদ উদ্ধারের মত একাধিক মামলা দায়ের হয়েছে। আবার সব মিলিয়ে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক আইন ভাঙায় মোট ১ হাজার ২২৩ টি মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর।

উৎসবের মরশুমে কলকাতায় সকাল থেকে রাত পর্যন্ত কড়া নজরদারি চলছে পুলিশের। কাল রাত তো ছিলই, আজ সকাল থেকেও নানা জায়গায় পুলিশি টহল দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৭ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ। বছর শেষে এমনিতেই কোভিড বিধি মানার ব্যাপার ছিল। বড় বড় অনেক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছিল করোনার বাড়বাড়ন্তের জন্য। পুলিশও পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর ছিল শুরু থেকেই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে আইন অমান্য করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। সেই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের একটি পোস্টার ভাইরাল হয়ে যায়। যেখানে লেখা ছিল, ‘নতুন বছরে আমাদের অতিথি হওয়ার চেষ্টা করবেন না।’

এদিকে, বঙ্গে আবার শীতের আমেজ শুরু হওয়ায় নতুন বছরের প্রথম দিন সকলে ভালভাবেই উপভোগ করছে। চিড়িয়াখানা, সায়েন্স সিটি, ইকো পার্ক, জাদুঘর-সহ একাধিক জায়গায় আজ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। অনেকেই মাস্ক পরেছেন, আবার অনেকে পরেননি। সেই দিকেও আলাদা করে নজর রাখছে কলকাতা পুলিশ। আগামী ৩ তারিখ থেকে বিধিনিষেধ চালু হতে পারে বলে এমনিতেই জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *