আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের “প্রভাবশালী” তত্ত্ব আরও জোরালো! কাদের সুপারিশে কাজ করতেন অভিযুক্ত?

কলকাতা: আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কাছে বিভিন্ন রোগীর চিকিৎসা করানোর সুপারিশ থাকতে। আর সেই দায়িত্ব পালনেই হাসপাতালে তার নিয়মিত যাতায়াত…

Picsart 24 08 10 12 27 16 837

কলকাতা: আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের কাছে বিভিন্ন রোগীর চিকিৎসা করানোর সুপারিশ থাকতে। আর সেই দায়িত্ব পালনেই হাসপাতালে তার নিয়মিত যাতায়াত ছিল। ফলে অনেকের সঙ্গেই চেনা-পরিচিতি হয়ে গিয়েছিল। হাসপাতালের বিভিন্ন বিভাগে তাঁর অবাধ যাতায়াত নিয়ে কোনোদিন কোনো প্রশ্নও ওঠেনি। কিন্তু কে বা কার সুপারিশ করতেন অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারের কাছে? নেপথ্যে সেই ‘প্রভাবশালী’ তত্ব?

অবশ্য এই প্রথম নয়।‌সঞ্জয়ের ‘প্রভাবশালী’ যোগের ইঙ্গিত আগেও পেয়েছে পুলিশ। জানা গেছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পুলিশের ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত ছিল। অথচ, ওয়েলফেয়ার বা জনকল্যাণের বিষয়টি পুলিশবাহিনীর কর্মীদের দিয়েই দেখাশোনা করানো হয়। সিভিক ভলান্টিয়ার বাহিনীর অধীন হলেও বাহিনীর ‘সদস্য’ নন। শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ার হওয়া সত্ত্বেও পুলিশের মোটরবাইক নিয়ে ঘোরাফেরা করত অভিযুক্ত। থাকত ৪ নম্বর ব্যাটেলিয়নে। এই সমস্ত তথ্যর পাশাপাশি এ বার সুপারিশ‌ প্রশ্নে প্রভাবশালী তত্ত্ব আরো জোড়ালো হলো।