রাত দখলের ঠ্যালা! পুলিশের নোটিশ পেয়েছেন? | Kolkata Police Started Sending Notice

রাত দখলের ঠ্যালা (Kolkata Police Started Sending Notice) কলকাতা: রাত দখলের ঠ্যালা! আপনি কী পুলিশের (Kolkata Police) নোটিশ পেয়েছেন? যারাই রাত দখল করেছে, তাদেরকেই পুলিশের…

Junior doctors protest RG Kar Medical College protest Justice for Kolkata doctor murder

রাত দখলের ঠ্যালা (Kolkata Police Started Sending Notice)

কলকাতা: রাত দখলের ঠ্যালা! আপনি কী পুলিশের (Kolkata Police) নোটিশ পেয়েছেন? যারাই রাত দখল করেছে, তাদেরকেই পুলিশের তলব? একেবারে জামিন অযোগ্য ধারায় মামলা? এক্স্যাক্টলি কোন চার্জ আনা হচ্ছে? সিপিএম এর টেনশনটাই বেশি নাকি? (Kolkata Police Started Sending Notice)

আহ্বায়কদের বিরুদ্ধে মামলা

রাত দখলের কর্মসূচিতে রাস্তা আটকানোর জন্য আহ্বায়কদের বিরুদ্ধে মামলার অজু করে নোটিশ পাঠানো শুরু কলকাতা পুলিশের। এই ভয়েই কী এবার তাহলে রাস্তায় নামা বন্ধ? প্রতিবাদ, আন্দোলন সব থেমে যাবে? কী ঠিক করছেন রাস্তা দখলের উদ্যোক্তারা সেটাতে পরে আসছি। তার আগে জানিয়ে রাখি, পুলিশ যে ধারায় মামলার রুজু করছে তার মধ্যে একটা রয়েছে জামিন অযোগ্য ধারা। পুলিশ জানিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রায় দেড় মাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে। যার জেরে ব্যাপক যানজট হচ্ছে। মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আর ঠিক এই বেআইনি কাজের জন্যই মামলা রুজু করা হয়েছে।

বামেদের উদ্বেগ

পুলিশ তো করছে পুলিশের কাজ। কিন্তু, বামেদের উদ্বেগ, উৎকণ্ঠা যে তরতরিয়ে বাড়ছে। হ্যাঁ, ছাত্র সমাজের নবান্ন অভিযান যেমন অরাজনৈতিক থাকার পরও, বিজেপি আইনি সহযোগিতার‌ জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। তেমনই এতো এতো রাস্তা দখল, জমায়েত সবটাই অরাজনৈতিক ঘোষণা করে রাস্তায় নামলেও, পুলিশের নোটিশ পাঠাতেই এবার আইনি সহযোগিতার‌ হাত বাড়িয়ে দিল সিপিএম। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অলরেডি ঘোষণা করেছেন, দলের পক্ষ থেকে তাঁরা মহিলা আইনজীবীদের একটি দল গড়ছেন। পুলিশ সাধারণ মহিলাদের নোটিস পাঠালে তাঁরা ওই দলের সঙ্গে যোগাযোগ করলে আইনি সহয়াতা মিলবে। সমাজমাধ্যমে রাজ্য সিপিএমের হ্যান্ডল বা পেজ থেকে যোগাযোগ সংক্রান্ত নম্বর শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর এসব দেখে শুনে ওয়াকিবহাল মহল বলছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক আন্দোলন, জমায়েত, রাত দখল। যা যা ঘটেছে তার সবটাই যে অরাজনৈতিক, একথা মোটেও ঠিক নয়। কিছুক্ষেত্রে রাজনীতির যোগ স্পষ্ট বলেও মত বিশ্লেষকদের।

ঘুম উড়েছে

আর যারা পুলিশের নোটিশ হাতে পাচ্ছেন, তাদের তো রীতিমতো ঘুম উড়েছে। তাঁদের অনেকেই বলছেন, নাগরিকদের ওই স্বতস্ফূর্ত প্রতিবাদ দেখেই শাসক ভয় পেয়ে মামলা রুজু করেছে। আর পুলিশের নোটিস পাঠানো প্রসঙ্গে কেউ কেউ বলছেন, এর জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনে তাঁরা ফের রাস্তায় নামবেন।

পুলিশের অনুমতি

যদিও, পুলিশ প্রশাসন আপাতত এসবের তোয়াক্কা করছে না। বরং, পুলিশ কর্তাদের কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন শহরে রাস্তায় মিছিল-মিটিং বা অবস্থান করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু প্রতিবাদের ক্ষেত্রে পুলিশকে একটা দায়সারা ই-মেল পাঠিয়েই কেউ কেউ রাস্তা দখল করে কর্মসূচি পালন করছেন। যার ফলে পুলিশ আগাম কোনও ব্যবস্থা নিতে না পারলেও, পরে পরে যে যথোপযুক্ত পদক্ষেপ করছে, তা নিশ্চয়ই বলে বোঝানোর দরকার পড়বে না।

আরও পড়ুন..

কথা রেখে জরুরি পরিষেবা দেওয়া শুরু জুনিয়র ডাক্তারদের, চেনা ছন্দে আরজি কর Junior doctors resume duty

আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা! শীঘ্রই ডেকে জিজ্ঞাসাবাদ?

Kolkata Police Started Sending Notice: KP start sending notices after filing case against Reclaim The Night conveners for blocking roads.