মধ্যরাতের হামলায় অক্ষত সেই সেমিনার রুম, গুজব বন্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের

কলকাতা: মেয়েদের রাত দখলের কর্মসূচি হঠাৎই বদলে যায় তাণ্ডবলীলায়৷ বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী৷ লন্ডভন্ড করে দেওয়া হয় জরুরি…

RG Kar Medical College

কলকাতা: মেয়েদের রাত দখলের কর্মসূচি হঠাৎই বদলে যায় তাণ্ডবলীলায়৷ বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী৷ লন্ডভন্ড করে দেওয়া হয় জরুরি বিভাগ৷ এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়, হাসপাতালের চার তলায় ফুসফুস এবং বক্ষরোগ বিভাগের যে সেমিনার রুম থেকে নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, সেখানেও ভাঙচুর চালানো হয়েছে। এমনকী বুধবার রাতের হামলায় আরজি কর হাসপাতালে থাকা সব সিসিটিভি ফুটেজ নষ্ট হয়ে গিয়েছে বলেও আশঙ্কা তৈরি হয়। কারণ যে রুমে এগুলি স্টোর করা ছিল, হামলা চলে সেখানেও। এই সব দাবির প্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানান হল, চারতলার ওই সেমিনার হলে কোনও হামলা হয়নি৷ সেটি অক্ষতই রয়েছে। সেই সঙ্গে গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেয় লালবাজার।