পুরভোটের আগে মহানগরের পথে কলকাতা পুলিশের রুটমার্চ, শুরু এরিয়া ডমিনেশন

পুরভোটের আগে মহানগরের পথে কলকাতা পুলিশের রুটমার্চ, শুরু এরিয়া ডমিনেশন

কলকাতা:  পুরভোটের আগে কলকাতার শ্যামবাজারে রুটমার্চ কলকাতা পুলিশের৷ শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে শুরু হয়েছে কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের রুটমার্চের প্রক্রিয়া৷ শ্যামপুকুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এই রুটমার্চ চলছে৷ মূলত স্পর্শকাতর স্থানগুলিতে কলকাতা পুলিশের তরফে তাদের নিয়ে যাওয়া হচ্ছে৷ তারা এরিয়া ডমিনেশন করবেন৷ 

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পুরভোট? রায় ঘোষণার অপেক্ষা!

১৯ ডিসেম্বর কলকাতা পুরভোটে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না হয় কলকাতা পুলিশের তরফে তা সুনিশ্চিত করতে এই রুটমার্চ শুরু হয়েছে৷ বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করতে দেখা গিয়েছে৷ কিন্তু পুরভোটে কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্স দিয়ে রুটমার্চ আমাদের কাছে অনেকটাই অচেনা৷ 

এসএলআর রাইফেল ও লাঠি হাতে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে রুটমার্চ করল সশস্ত্র বাহিনী৷ এপিসি রোজ দিয়ে রুটমার্চের প্রক্রিয়া চলছে৷ কলকাতায় মোট চারটি জায়গায় এই মুহূর্তে রুটমার্চ চলছে৷ শুধু শ্যামবাজার পাঁচমাথা মোড় নয়, লালবাজার সূত্রে খবর, পার্ক সার্কাস সেভেন পয়েন্টস, বৌবাজার, উল্টোডাঙ্গা এবং গার্ডেন রিচ এলাকায় চলছে কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্সের রুটমার্চ৷ ভোটের সময় যে সকল জায়গাগুলিতে অশান্তির পূর্বাভাস পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেখানে সেখানেই চলছে এরিয়া ডমিনেশন৷ 

আগামী রবিবার কলকাতায় পুরভোট৷ পুরভোটের দামাম বেজে গিয়েছে৷ ইতিমধ্যেই প্রচার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে৷ এর পরেই শুরু হয় পুলিশের এরিয়া ডমিনেশন৷ এদিকে, কলকাতা পুরভোটে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা প্রকাশ করেছে কমিশন৷ ১৬ বরোর ১১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ৷ এর মধ্যে ৭৮৬টি স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =