রাজ্যের নির্দেশ অমান্য করে শহরে চলছিল হুক্কা বার! গ্রেফতার ৩

রাজ্যের নির্দেশ অমান্য করে শহরে চলছিল হুক্কা বার! গ্রেফতার ৩

কলকাতা: বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর এই করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই শপিং মল থেকে শুরু করে বার, বিউটি পার্লার, সব বন্ধ করে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা রয়েছে বাজার, এদিকে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে সতর্ক করে রাজ্যের নির্দেশিকা মানতে বার্তা দিয়েছেন। কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেই শহরে চলছিল হুক্কা বার! পুলিশের জালে ধরা পড়েছে তিনজন।

জানা গিয়েছে, বালিগঞ্জের মঙ্গলাম হোটেলের বেসমেন্টে একটি হুক্কা বার হানা দেয় কলকাতা পুলিশ। গতকাল রাতে সেই হুক্কা বারে হানা দিয়ে পুলিশ দেখতে পায়, রাতে রমরমিয়ে চলছে খাওয়া-দাওয়া। সেখানে তখন ১০ জন গ্রাহক ছিল। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু দুজন পালিয়ে গেছে। এর পাশাপাশি সেখান থেকে কয়েক গ্রাম গাঁজা আর ছিলিম উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এদিকে, রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, আগমি দু মাসের মধ্যেই অক্সিজেন প্লান্ট বসানো হবে এবং ৬০০০ নতুন অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যবাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের জন্য করোনা মোকাবিলায় মেডিসিনের সমস্যা মিটেছে। অন্যদিকে, CCU নার্স নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিন আবার জানা গেল গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০,১৩৬ জন। সংক্রমিতের মধ্যে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৩,৯৯৮ জন, কলকাতায় আক্রান্ত ৩,৯৭৩ জন।  রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ লক্ষ ৩২ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ১২ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *