কুর্নিশ! ওয়ার্ল্ড বুকে ‘সেরা সমাজসেবী’র সম্মানে কলকাতা পুলিশের ‘শবর পিতা’

কুর্নিশ! ওয়ার্ল্ড বুকে ‘সেরা সমাজসেবী’র সম্মানে কলকাতা পুলিশের ‘শবর পিতা’

 

কলকাতা:  সমাজের পিছিয়ে পড়া শবর সম্প্রদায়ের উন্নয়নে তাঁর অবদান অসামান্য৷ পুরুলিয়ার প্রত্যন্ত পুঞ্চা গ্রামে তিনি পরিচিত ‘শবর পিতা’ রূপে৷ এই কাজের স্বীকৃতি রূপে এর আগে অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি৷ এবার ‘বেস্ট সোশ্যাল ওয়ার্কার’ হিসাবে কলকাতা সাউথ ট্রাফিক গার্ডের কনস্টেবল অরূপ মুখার্জীর নাম উঠল ‘ব্রেভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ৷  

আরও পড়ুন- স্বাধীন ভারতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হ্রাস, গ্রেফতার ৫০-এর বেশি সাংবাদিক

কলকাতার ব্যাস্ততম রাস্তায় ট্রাফিক সামলানোই তাঁর কাজ৷ মাস গেলে বেতনের যে টাকাটা হাতে পান, তার একটা বড় অংশ খরচ করেন পিছিয়ে পড়া শবর শ্রেণির শিশুদের পড়াশোনায়৷ নিজের উদ্যোগে সুদূর পুরুলিয়ার পুঞ্চা গ্রামে গড়ে তুলেছেন ‘পুঞ্চা নবদিশা মডেল স্কুল’৷ এই বিশাল কর্মকাণ্ডের জন্য কোনও সরকারি সম্মান জোটেনি তাঁর৷ তবে অনগ্রসর শবরদের জন্য তার এই লড়াইকে কুর্নিশ জানিয়ে, তাঁকে সম্মানিত করেছে একাধিক বেসরকারি সংগঠন৷ 

কলকাতা সাউথ ট্রাফিক গার্ডের কনস্টেবল অরূপ মুখার্জীর নাম উঠল ‘ব্রেভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ

মোট ৬৫টি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে৷ এর মধ্যে ২০১৬ সালে ২৪ ঘণ্টা অনন্য সম্মান৷ ২০১৭ সালে ব্যাঙ্গালোরের ২টি সংস্থা অরূপবাবুকে ভারতের ‘বেস্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করে৷ ২০১৮ সালে রাজস্থানের উদয়পুর থেকে পান ‘টিচার ওয়ারিয়র অ্যাওয়ার্ড’৷ তাঁর পুরস্কারের ঝুলিতে আছে ‘টেলিগ্রাফ এডুকেশন অ্যাওয়ার্ড’৷ গত বছরই তাঁকে আরও ৪টি সংস্থা সম্মান জানিয়েছে৷ এই বছর ২৬ জানুয়ারি তাঁকে নিজের টিভি চ্যানেলে সম্মান জানিয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামী৷ তাঁর হাতে একটি স্মারক লিপিও তুলে দেওয়া হয়৷ অরূপবাবুর কর্মকাণ্ড নিয়ে আধ ঘণ্টার একটি অনুষ্ঠানের আয়োজন করে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি৷ তবে তাঁর একটাই আফশোস, সমাজমূলক কাজের জন্য রাজ্য সরকারের তরফে এখনও কোনও পুরস্কার তুলে দেওয়া হয়নি তাঁর হাতে৷  তবে এবার তাঁর নাম উঠল ব্রেভো বুকে৷ অরূপ বাবু বলেন, ‘‘এর আগে বিভিন্নি নিউজ চ্যানেল, পত্রিকা, বিভিন্ন সংগঠন, সংস্থা থেকে পুরস্কার পেয়েছি | পশ্চিমবঙ্গের বাইরে থেকেও পুরস্কার পেয়েছি ৷ তবে ভারতের বাইরে এই প্রথম ( শারজা থেকে)৷

আরও পড়ুন- প্রকাশিত হল UPSC সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল, প্রথম প্রদীপ সিং

অরূপবাবুর অবশ্য বলেছেন, পুরস্কারের লোভে তিনি কাজ করেন না৷ তবে পুরস্কার পেলে মনের জোড়টা অনেক বেড়ে যায়৷ মাত্র ১৫ জন পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছিল তাঁর ‘পুঞ্চা নবদিশা মডেল স্কুল’৷ এখন সংখ্যাটা শতাধিক৷ শুধু পড়াশোনা নয় একইসঙ্গে তাদের থাকা, খাওয়ায় ব্যবস্থাও করেছেন তিনি৷

আরও পড়ুন- যে কোনও সময় ঘটতে পারে গালওয়ানের পুনরাবৃত্তি, সীমান্তে টহল নিয়ে আলোচনা

 

কলকাতা পুলিশের থেকে সে ভাবে কোনও সাহায্য পাননি অরূপবাবু৷ উল্টে লকডাউনের মধ্যে বেশ সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে৷ তিনি জানান, গত ১৮ এপ্রিল লকডাউনের মাঝে শবরদের জন্য খাবার পৌঁছতে গেলে তাঁকে বিভিন্নভাবে মানসিক হেনস্থা করেন পুরুলিয়ার বরাবাজার থানার আইসি সাহেব৷ অরূপবাবু বলেন, ‘‘আমি যাতে খাবার পৌঁছতে না পারি, তার জন্য আমাকে বরাবাজার থানাতে ৫ ঘন্টা আটকে রাখা হয়৷ কিন্তু তার পরেও আমি পুরুলিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় শবর সম্প্রদায়ের লোকেদের জন্য খাবার পৌঁছে দিই৷  আজকে ওই খাবার দেওয়ার জন্যই ব্রেভো ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে আমার নাম উঠেছে বেস্ট সোশ্যাল ওয়ার্কার হিসাবে৷’’   তিনি আরও বলেন, ‘‘আইপিএস সাহেবরা আমার কাজের প্রসংসা করলেও, আমার গার্ডের ও.সি সাহেব খুশি নন৷ ভালো কাজ করার জন্য দুবার প্রসিডিং হয়েছে৷ এতে আমি ভয় পাই না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =