বড়দিনে মত্ত কলকাতা, বেপরোয়া ট্র্যাফিক লঙ্ঘন, কত জন ধৃত? কত মদই বা বাজেয়াপ্ত?

বড়দিনে মত্ত কলকাতা, বেপরোয়া ট্র্যাফিক লঙ্ঘন, কত জন ধৃত? কত মদই বা বাজেয়াপ্ত?

kolkata police

কলকাতা: বড়দিনের রাতে শহর কলকাতায় নেমেছিল মানুষের ঢল৷ দেদার ফূর্তিতে আইন-কানুন শিকেয় তোলেন কলকাতাবাসী। মাথার উঠল ট্র্যাফিক বিধি। উৎসবের জোয়ারে গা ভাসানো শহরবাসী যাতে আইন না ভাঙেন, তার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল কলকাতা পুলিশও। কিন্তু এর পরেও বেপরোয়া মানুষজনকে রোখা গেল না৷ মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ সূত্রে খবর, বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার অভিযোগ উঠেছে। তার মধ্যে অর্ধেকেরও বেশি ঘটনায় গ্রেফতারির ঘটনা ঘটেছে৷ বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদ। জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৫০.৪ লিটার বেআইনি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও মত্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি বা বাইক চালানোর ঘটনাও গুচ্ছ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =