ওয়াইসিকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ, ‘কাপুরুষ নই’, হুঙ্কার AIMIM-এর

ওয়াইসিকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ, ‘কাপুরুষ নই’, হুঙ্কার AIMIM-এর

কলকাতা:  শুরুতেই ধাক্কা৷ কলকাতায় আসাদউদ্দিন ওয়াইসিকে সভা করার অনুমতি দিল না কলকাতা পুলিশ৷ কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত মেটিয়াবুরুজ এলাকায় সভা করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) বা মিম৷ কিন্তু অনুমতি না মেলায় বৃহস্পতিবার কারবালার পিঙ্ক স্কোয়্যারের সভা বাতিল করার সিদ্ধান্ত নেন ওয়াইসি৷ এটিই ছিল কলকাতায় তাঁর প্রথম সভা৷ 

আরও পড়ুন-  জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল! ব্যাটারি স্কুটিতে চেপে প্রতিবাদ জানাতে পারেন মমতা

২৪ ঘণ্টা আগে পর্যন্ত সভা করার অনুমতি পাননি মিম প্রধান৷ তাই বাধ্য হয়েই সভা বাতিল করার কথা ঘোষণা করেন তিনি৷ ভোটের মুখে সভা করে নির্বাচনী প্রচারের পালে হাওয়া লাগানোর উদ্যোগ নিয়েছিলেন মিম প্রধান৷ কিন্তু কার্যত তা ভেস্তে দেয় কলকাতা পুলিশ৷ রাজ্যে মিম-এর দায়িত্বপ্রাপ্ত নেতা জামিউল হাসান জানান, পুলিশ তাঁদের সভা করার অনুমতি দেয়নি৷ তিনি আরও বলেন, ‘‘দশ দিন আগে আমরা পুলিশের কাছে সভা করার অনুমতি চেয়েছিলাম৷ কিন্তু আজ আমাদের জানানো হয়, সভা করার অনুমতি দেওয়া হবে না৷ এটা তৃণমূলের কৌশল৷ তবে আমরাও কাপুরুষ নই৷’’ এর আগে হুঙ্কার দিয়ে হাসান বলেছিলেন, ‘‘তৃণমূল যে আসাদউদ্দিন সাহেবকে ভয় পাচ্ছে, এই ঘটনা থেকে তা স্পষ্ট৷ আইন মেনেই আমরা সভা করার চেষ্টা চালিয়ে যাব৷ এর পরেও অনুমতি না পেলে, বিনা অনুমতিতেই জনসভা করব৷’’ পরে অবশ্য সিদ্ধান্ত বদল করা হয়৷ 

আরও পড়ুন-  তৃণমূলে যোগ একঝাঁক তারকার! কারা তাঁরা? রইল মেগা যোগদানের খুঁটিনাটি

এ আগে বহুবার মিম-কে বিজেপি’র বি টিম বলে কটাক্ষ করা হয়েছে৷ এমনকী মিম-কে ভোট কাটুয়া বলেও উল্লেখ করে তৃণমূল৷ এর জবাবও দেন ওয়াইসি৷ তিনি বলেন, ‘‘২০১৯ সালেতো আমরা বঙ্গে কোনও প্রার্থী দিইনি৷ তাহলে সেই সময় বিজেপি ১৮টি আসন পেল কী ভাবে?’’ প্রসঙ্গত, বিহার ভোটে পাঁচটি আসন জেতার পরই বঙ্গ ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন আসাদউদ্দিন ওয়াইসি৷ গত মাসে ফুরফুর শরিফে পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গেও দেখা করেন তিনি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =