কলকাতা: করোনা আবহে বিপাকে পড়েছেন কলকাত পুলিশের কর্মীরা৷ এমনতিতেই কলকাতা পুলিশের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷ কলকাকা পুলিশের কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে৷ তারমধ্যে আরও এক আশঙ্কা দেখা দিয়েছে, ধৃতদের মধ্যে কেউ যদি করোনা আক্রান্ত হন, তবে অন্যান্য ধৃতদের পাশাপাশি পুলিশের কর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দেবে৷ এবার সেখান থেকে বাঁচতে করোনা উপসর্গ থাকা ধৃতদের জন্য আইসোলেশন লকআপের পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ৷
১৮ জুলাই প্রতারণা চক্রের এক মাথাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাকে অন্যান্য বন্দিদের সঙ্গে রাখা হয়। এর কয়েকদিন পর অর্থাৎ ২২ জুলাই ওই ধৃত ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা যায়। ধৃত ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। ঘটনার পরেই শোরগোল পড়ে যায় কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের ১২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। সকলের করোনা পরীক্ষা করা হয়। একজন পুলিশ আধিকারিকের শরীরে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, করোনা উপসর্গদের জন্য আলাদা লকআপের ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত বন্দিদের থেকে তাদের আলাদা রাখা হবে। প্রথনে কলকাতা পুলিশের সদর দপ্তরে করা হবে বলে জানা গিয়েছে।
তবে কলকাতার সব থানায় আইসোলেশন লকআপ তৈরি করা সম্ভব হবে কিনা সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, আইসোলেশনের জন্য স্থানীয় থানাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু কলকাতার প্রতিটি থানায় আইসোলেশন লকআপ করা সম্ভব নয়।