করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

করোনা আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

কলকাতা: করোনায় আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ বৃহস্পতিবার সকালে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর৷ আপাতত তিনি তাঁর বাসভবনে রয়েছেন৷ সেখান থেকেই দফতরের কাজ করছেন বলে খবর৷ রয়েছে মৃদু উপসর্গ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন৷ সামান্য জ্বরের সঙ্গে কোভিডের মৃদু উপসর্গ ছিল বলে জানা গিয়েছে৷ এরপর বুধবার তিনি কোভিড পরীক্ষা করান৷ সেই রিপোর্ট এসেছে বলে খবর৷ লোকসভা নির্বাচনের আগে কলকাতার নগরপালের দায়িত্ব থেকে রাজীব কুমারকে সরিয়ে জায়গায় পান অনুজ শর্মা৷ এর আগে তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) পদে৷

করোনা পরিস্থিতিতে তাঁর নেতৃত্বে কলকাতার রাস্তায় নেমে কাজ করছেন পুলিশকর্মীরা৷ লকডাউনে রাস্তায় নেমেছিলেন খোদ পুলিশ কমিশনার৷ এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার৷ তিনিও নিভৃতবাসে থেকেই কোভিড জয় করেন৷ লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ২ হাজার ১০০ জনেরও বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে ১ হাজার ৯০০ জন পুলিশকর্মী সুস্থ হয়ে গিয়েছেন৷ মৃত্যু হয়েছে ১০ জনের৷ এদিনই মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতোর৷ সপ্তাহখানেক ধরে তিনি অসুস্থ ছিলেন৷ ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হয়েছে এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের৷ গত মাসে প্রাণ হারান সেন্ট্রাল ডিভিশনের এসি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়৷ বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের মৃত্যুও হয়েছে৷ আক্রান্তও বহু৷ গত ২৪ ঘণ্টায় যাঁরা অনুজ শর্মার সংস্পর্শে এসেছেন, তাঁদের কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে৷

গত শনিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক করোনা আক্রান্ত হয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর৷ রবিবার আক্রান্ত হয়েছেন বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ এছাড়া রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর৷ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা৷ এর আগেও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী থেকে শুরু করে নবান্নের বহু অফিসার করোনা সংক্রমিত হয়েছেন বলে খবর৷ অন্যদিকে, দেশের পাশাপাশি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ দৈনিক আক্রান্তের নিরিখে ৩৯দিন দিন বিশ্বের শীর্ষে উঠে এসেছে ভারত৷ বাংলাতেও বাড়ছে করোনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nineteen =