অপহরণ করে ডাকাতি, গ্রেপ্তার কলকাতা পুলিশের ASI

কলকাতা: ডাকাতি থেকে শুরু করে অপহরণের অভিযোগে গ্রেপ্তার লালবাজারেরই এক এএসআই! পুলিশ অফিসার পরিচয় দিয়ে বউবাজার স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নগদ ১ লক্ষ টাকা সহ ৫০ গ্রাম সোনা ডাকাতির অভিযোগ৷ পরে, গোয়েন্দাদের হাতে পাকড়াও এএসআই সহ তিন৷ ধৃত পুলিশ অফিসারের নাম আশিস চন্দ৷ গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ডে কর্মরত ছিলেন তিনি৷ ঘটনার সূত্রপাত ৪ জুলাই৷ নদীয়ার

অপহরণ করে ডাকাতি, গ্রেপ্তার কলকাতা পুলিশের ASI

কলকাতা: ডাকাতি থেকে শুরু করে অপহরণের অভিযোগে গ্রেপ্তার লালবাজারেরই এক এএসআই! পুলিশ অফিসার পরিচয় দিয়ে বউবাজার স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নগদ ১ লক্ষ টাকা সহ ৫০ গ্রাম সোনা ডাকাতির অভিযোগ৷ পরে, গোয়েন্দাদের হাতে পাকড়াও এএসআই সহ তিন৷ ধৃত পুলিশ অফিসারের নাম আশিস চন্দ৷ গোয়েন্দা বিভাগের ক্রাইম রেকর্ডে কর্মরত ছিলেন তিনি৷

ঘটনার সূত্রপাত ৪ জুলাই৷ নদীয়ার স্বর্ণ ব্যবসায়ী বাবলু নাথ ব্যবসায়িক প্রয়োজনে বউবাজারে যান৷ তাঁর সঙ্গে থাকা ব্যাগে নগদ ১ লক্ষ টাকা ও ৫০ গ্রাম সোনা ছিল বলে দাবি ব্যবসায়ীর৷ নিজেদের পুলিশ অফিসার পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাবলুকে জোর করে গাড়িতে তুলে নেয়৷ এরপর সুমোটি দ্রুতগতিতে এয়ারপোর্টের দিকে চলে যায়৷ সেখানেই ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে লুট করা হয়৷ মুচিপাড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ৷ পরে, ফাঁস হয় গোটা ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *