খাস কলকাতায় ভুয়ো ‘র’-অফিসার সেজে রাজ্যপালকে পরামর্শ! ধৃত চিকিৎসক

খাস কলকাতায় ভুয়ো ‘র’-অফিসার সেজে রাজ্যপালকে পরামর্শ! ধৃত চিকিৎসক

কলকাতা: ফের শহর কলকাতায় ভুয়ো অফিসার৷ পেশায় চিকিৎসক হলেও নিজেকে ‘র’-এর অফিসার হিসাবে পরিচয় দিয়ে মাঝেমধ্যেই চিঠি লিখতেন রাজ্যপাল জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে৷ দিতেন নানা পরামর্শ৷ ভুয়ো পরিচয় দেওয়া ওই চিকিৎসককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ বৃহস্পতিবার রাতে রবীন্দ্র সরোবর থেকে ওই ভুয়ো র-অফিসারকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- বর্ষবরণে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, শিকেয় করোনাবিধি

পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো অফিসারের নাম মণিময় মন্ডল৷ তিনি পেশায় এক জন চিকিৎসক। কিন্তু নিজেকে তিনি ‘র’-এর আইপিএস অফিসার বলেই পরিচয় দিতেন। শুধু তাই নয়, ‘র’-অফিসারের পরিচয়ে চিঠি লিখে পরার্মশ দিতেন রাজ্যপালের মতো প্রভাবশালী ব্যক্তিদের। নির্বাচন কমিশনকেও চিঠি পাঠাতেন তিনি৷ কিন্তু এই ধরনের চিঠি পাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান রাজ্যপাল৷ তাঁর  অভিযোগের ভিত্তিতেই ওই ভুয়ো র-অফিসারের নাগাল পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ 

রাজ্যপালের দফতর থেকে প্রথমে হেয়ার স্ট্রিট থানায় ওই ভুয়ো অফিসারের বিরুদ্ধে নালিশ জানানো হয়৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে লালবাজার থানার গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে প্রথমেই মণিময়ের খোঁজ পাননি তাঁরা৷ খোঁজ মেলে তাঁর এক শাগরেদের৷ সেই সূত্র ধরেই খুলতে থাকে রহস্যের জট৷ অবশেষে বৃহস্পতিবার রাতে চিকিৎসক তথা ভুয়ো ‘র’-অফিসারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভুয়ো পরিচয়, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও প্রতারণা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আজই থানায় তোলা হবে মনিময়কে৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eighteen =