দু’হাজার টাকায় ব্যক্তিগত তথ্য পাচার ডার্ক ওয়েবে! পুলিশের জালে 'গুণধর'

কলকাতা: দেখলে বোঝাই দায় যে এই ছেলে এমন কাজ করতে পারে। কিন্তু কলকাতা পুলিশ তাকে যে কাজের জন্য গ্রেফতার করেছে তা সাংঘাতিক। সাইবার প্রতারণার একটি কেসে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার প্রধান কাজই ছিল ডার্ক ওয়েবে মানুষের ব্যক্তিগত সব তথ্য পাচার করা। এই কাজের জন্য দু'হাজার টাকা করে নিত সে। সম্প্রতি কলকাতা পুলিশের সাইবার শাখা এই যুবককে গ্রেফতার করেছে হায়দরাবাদ থেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ ২৪টি রাজ্যের প্রায় ৬৯ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য রয়েছে এই যুবকের কাছে। প্রতি ক্ষেত্রে দু'হাজার টাকার বিনিময়ে এই যুবক জোগান দিত ব্যক্তির নাম, ফোন নম্বর, ঠিকানা ও ই-মেইল। কলকাতা সহ সমস্ত মেট্রো শহরে তার 'আধিপত্য' ছিল। সাইবার প্রতারকদের কাছে বিক্রি করাই যুবকের ‘পেশা’। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের গোপন ও ব্যক্তিগত তথ্য তার কম্পিউটারে আছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে আপাতত কতজন মানুষের তথ্য সে পাচার করেছে তা এখনও জানতে পারেনি তদন্তকারী অফিসাররা।
লালবাজার সূত্রের খবর, ধৃত যুবক জানিয়েছে যে চুরি করা ডেটা মূলত দু'ভাগে পাচার করত সে। ব্যক্তির পেশা ভিত্তিক তথ্য পাচার হত, আবার প্রতারকদের প্রয়োজন ভিত্তিক তথ্যও আলাদাভাবে পাচার করত সে। চিকিৎসক, সরকারি কর্মী, ইউটিউবার থেকে শুরু করে একাধিক পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য ছিল তার হাতের নাগালে। কীভাবে এত কম বয়সে এই যুবক ডার্ক ওয়েবের কাজে এত পারদর্শী হল সেটাও অবাক করেছে পুলিশকে।