কলকাতা: শনিবার থেকে কলকাতা শহরের বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। কিন্তু এমন কী ঘটনা ঘটল যাতে এই সিদ্ধান্ত? আসলে রবিবার শহরে রয়েছে হাফ ম্যারাথন যা আয়োজন করছে কলকাতা পুলিশ। সেই কারণেই গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। আজ রাত থেকেই কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি শুরু হচ্ছে।
আরও পড়ুন- ১২টার আগে গিয়েও লাভ হল না, অবৈধ চাকরি প্রাপকদের সোমবার আসতে বলল হাই কোর্ট
কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। এদিকে আজ রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। আগে থেকে বন্ধ করা না হলেও দরকারে পূর্বমুখী এজেসি বোস রোডে যান নিয়ন্ত্রণ করা হবে রবিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। এই সময়ে মালবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা। মূলত রবিবার ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দুর্নীতির দায়ে চাকরি চলে গেল প্রায় ২ হাজার কর্মচারীর! TMC in pressure after Group D staffs sacked?” width=”853″>
তবে কোন কোন রাস্তা ব্যবহার করলে অসুবিধা হবে না তাও জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, মেয়ো রোড-ডাফেরিন রোড, স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে। অন্যদিকে এজেসি বোস রোড ফ্লাইওভারের বদলে পার্ক স্ট্রিট অথবা শেক্সপিয়ার সরণি, ৪ নম্বর রেল ব্রিজ বা পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করা যাবে। এছাড়া এজেসি বোস র্যাম্প, খিদিরপুর রোডের বদলে সেন্ট জর্জেস রোড অথবা স্ট্র্যান্ড রোড, আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড ব্যবহার করা যাবে।