ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লুঠের নয়া ছক, সতর্ক করছে কলকাতা পুলিশ

ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লুঠের নয়া ছক, সতর্ক করছে কলকাতা পুলিশ

bca7ae0aca2658ab5d79bc744004a01b

কলকাতা: টাকা লুঠের জন্য অভিনব পদ্ধতি বের করছে প্রতারকরা। না বুঝে সেই ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছেন অনেকে। এবার তাই ব্যাঙ্ক গ্রাহকদের মোবাইল মেসেজ নিয়ে কলকাতা পুলিশ সতর্ক করল।

সাধারণত এটিএম থেকে টাকা ওঠার পরেই ব্যাঙ্ক থেকে গ্রাহকদের কাছে মেসেজ আসে। এটিএম থেকে কত টাকা তোলা হল, সেই বিষয়ে মেসেজ পাঠানো হয়। সেই আদলে প্রতারকরাও মেসেজ পাঠাচ্ছে। গ্রাহকদের মোবাইলে একটি মেসেজ আসছে। সেখানে দেখানো হচ্ছে, কিছু টাকা তোলা হচ্ছে। সেই অ্যামাউন্ট যদি আপনি না তোলেন, নীচের দেওয়া নম্বরে ফোন করে এটিএম কার্ডটি ব্লক করুন। এরপর মেসেজটিতে একটি ফোন নম্বর দেওয়া হয়।

সতর্ক করে কলকাতা পুলিশ জানিয়েছে, সেই নম্বরে ফোন করলে, অ্যাকাউন্টের সমস্ত টাকা উধাও হয়ে যেতে পারে। এই নয়া পদ্ধতিতে প্রতারকরা অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর চেষ্টা করছে বলে কলকাতা পুলিশের তরফে সতর্ক করে জানানো হয়েছে। কলকাতা পুলিশের ফেসবুক পেজে এইভাবেই ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের মেসেজ পেলে যেন গ্রাহকরা যেন কলকাতা পুলিশের ব্যাঙ্ক প্রতারণা বিভাগের সঙ্গে যোগাযোগ করে। এর আগেও এটিএম কার্ড ব্লক করে দেওয়ার সতর্কবার্তা দিয়ে পেটিএমমের কেওয়াইসি আপডেট করানোর নামে অ্যাকাউন্ট থেকে টাকা লুঠের অভিযোগ জমা পড়েছে। এবারল নয়া পদ্ধতি নিয়ে এসেছে প্রতারকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *