বিজেপি এজেন্টকে বাধা! কাশীপুর বুথে যেতেই তৃণমূলের বিক্ষোভের মুখে তাপস রায়

কলকাতা:  সপ্তম দফা ভোটে উত্তপ্ত কলকাতা৷  বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা কাশীপুরে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী তাপস রায়৷…

কলকাতা:  সপ্তম দফা ভোটে উত্তপ্ত কলকাতা৷  বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা কাশীপুরে৷ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী তাপস রায়৷ সেখানে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে৷

 

শনিবার ভোট শুরুর কিছু পরেই কাশীপুর ২৬ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান তাপস৷ তিনি বুথে যেতেই তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়৷ বিজেপির অভিযোগ, গতকাল রাতে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীরা হুমকি দিয়ে এসেছেন৷ সকালে যাঁরা ভোট দিতে এসেছেন তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছে৷ তাপসের অভিযোগ, বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী উপস্থিত ছিলেন না। এরপরই তিনি থানায় ফোন করে পুলিশ অফিসারদের আসতে বলেন।

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন অবসার্ভার, পুলিশ৷ নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানান বিজেপি প্রার্থী৷ তৃণমূলের পাল্টা দাবি, উত্তর কলকাতায় সুস্থভাবে ভোট হচ্ছিল। তাপস রায় সংবাদমাধ্যমের সাহায্য নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *