কলকাতা: আর কয়েক সপ্তাহ পরেই বিধানসভা নির্বাচন বাংলায়। আগামী কয়েকদিনের মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে বলেও খবর ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার কলকাতার পুলিশ কমিশনার পদে বদল ঘটল। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সৌমেন মিত্র। এতদিন পুলিশ কমিশনার পদে নিযুক্ত ছিলেন অনুজ শর্মা।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়েছেন, যাদের একই পদে ৩ বছর কাজ করা হয়ে গেছে তাদের সরানো হবে। সে ক্ষেত্রে পুলিশ কমিশনার হিসেবে অনুজ শর্মাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের আধিকারিককে সরিয়ে দেওয়া হতে পারে, তাই আগেভাগে নবান্ন এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এদিন বাজেট পেশের পর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সহ মুখ্য সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
সূত্রের খবর, এডিজি আইনশৃঙ্খলা পদে আনা হতে পারে জাভেদ শামিমকে।এ দিকে, কলকাতার কমিশনার থেকে বদলি করে এডিজি সিআইডি করা হচ্ছে অনুজ শর্মাকে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে এ ব্যাপারে কিছু জানান হয়নি। তবে এই হঠাৎ বদলি সম্পর্কে বিশেষজ্ঞদের মত, অতীতে যাদের ওপর নির্বাচন কমিশনের কোপ পড়েছিল তাদের সরানো হল আগে থেকেই। একই সঙ্গে সূত্র মারফত জানা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের কোনও কাজে এই অফিসারদের ব্যবহার করা হবে না।