কলকাতা: হাওড়া পুরভোট নিয়ে এখনও জটিলতা অব্যাহত৷ তবে জট কাটিয়ে প্রকাশিত কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি৷ ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট৷ আজ থেকেই জারি হবে আদর্শ আচরণ বিধি৷ বেলা ১২টায় সাংবাদিক বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন৷ হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করার জন্য আনা বিলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। তাই হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না আজ৷ ফলে ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷
আরও পড়ুন- ‘উনি বিজেপির বাড়িতে খান, বিজেপির ছেলে নিয়ে ঘোরেন!’, মনোরঞ্জন মন্তব্যে পাল্টা প্রাক্তন বিধায়ক
জানা গিয়েছে, সরকারের তরফে আজ সকালেই কমিশনের কাছে সম্মতিপত্র গিয়েছে৷ সেই সম্মতিপত্র পেতেই বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ওয়ার্ডে পুরভোট হবে৷ গণনা হবে ২১ তারিখ৷ যদিও গতকাল পর্যন্ত এই সম্ভাবনা ছিল না৷ সরকারি বিভিন্ন আইনজ্ঞের পরামর্শ নেয়৷ আজ সকালেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন৷ এবং এই বিষয়ে অফিসিয়ালি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে আজ থেকেই মনোনয়ন দাখিলও শুরু হয়ে যাবে৷ দুপুরে সাংবাদিক বৈঠকে এসে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস পুরভোট নিয়ে বিস্তারিত তথ্য দেবেন৷
১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ২১ ডিসেম্বর ভোট গণনা। ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হলে নির্বাচনী প্রক্রিয়া। এদিকে, বিজ্ঞপ্তি প্রাকশের পরেই অধীর চৌধুরী বলেন, ‘‘নির্বাচন যেন নির্বাচনের মতোনই হয়। যেন প্রহসনে পরিণত না হয়। মানুষ যেন ভোট দিতে পারে। বিনা ভয়ে, বিনা ভীতিতে, বিনা সন্ত্রাসে। সরকারের কাছে এটাই আবেদন।” আবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ” পাগলা দাশুর রাজত্ব চলছে। বাকি পুসভারগুলোতে ভোট ঘোষণা হল না কেন? নির্বাচনে আমরা লড়ব। লড়াইয়ের মতো পরিস্থিতি যেন থাকে।”