মার্চ শেষেই পুরভোট? নির্বাচন কমিশনে রাজ্যের চিঠি ঘিরে জল্পনা

মার্চ শেষেই পুরভোট? নির্বাচন কমিশনে রাজ্যের চিঠি ঘিরে জল্পনা

কলকাতা: বিধানসভা ভোটের আগেই হতে পারে কলকাতা পুরভোট৷ মার্চের শেষেই হতে পারে নির্বাচন৷ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড় মাসের মধ্যেই হবে পুর ভোট৷ রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানাল পশ্চিমবঙ্গ সরকার৷ 

আরও পড়ুন- ১০ বছর দলের খেয়ে এখন ‘প্রতারণা’! সহ্য করবেন না, হুঙ্কার মমতার

 
নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকারের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৫ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হবে৷ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই পুরভোট  করা হবে৷ পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে৷ এই মামলার শুনানির সময় গত ৭ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল, এক সপ্তাহের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে সম্ভাব্য ভোটের দিন সম্পর্কে জানাতে হবে রাজ্য সরকারকে৷ কোভিড পরিস্থিতির মধ্যেই অন্যান্য রাজ্যে ভোট হচ্ছে৷ এ রাজ্যেও কলকাতা পুরসভা ভোট হওয়া জরুরি৷ ভোট না হলে বিকল্প ব্যবস্থার নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছিল শীর্ষ আদালত৷ সেই মোতাবেক পুর ও নগর উন্নয়ন দফতরে প্রধান সচিব রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন সান্ডিল্যকে চিঠি পাঠান৷ চিঠিতে স্পষ্ট বলা হয়ছে, যে ভোটার তালিকা প্রকাশ করা হবে তা গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন৷ এর চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ভোট করা যেতে পারে৷ 

আরও পড়ুন- লোকসভায় মেলেনি উত্তরবঙ্গের আসন, বিধানসভায় আশীর্বাদ চাইলেন মমতা

সরকারের তরফে যে নির্ঘন্ট দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে মার্চের শেষে কলকাতা পুরসভার ভোট হতে পারে৷ বিধানসভা ভোটের আগেই পুরভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এই বিষয়টি জানাবে৷ ১৭ তারিখ সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি রয়েছে৷ কলকাতা পুরসভা নিয়েই মূলত এই মামলাটি করা হয়েছিল৷ কিন্তু দেখা যাচ্ছে কলকাতা পুরসভা ছাড়াও বাকি যে ১১১টি পুরসভা রয়েছে, তার মধ্যে প্রায় ১৭টি পুরসভার মেয়াদ দু’ বছর আগেই শেষ হয়ে গিয়েছে৷ সেই জায়গাগুলির ভোট নিয়ে সরকার এখনই কিছু ভাবছে না৷ তবে কলকাতা পুর ভোট যে মার্চের শেষে হবে তা নির্বাচন কমিশনকে পাঠানো রাজ্য সরকারের চিঠিতে প্রায় স্পষ্ট৷ ২০২০ সালের মে মাসেই কলকাতা পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ কলকাতা পুরসভার মেয়র পদে রয়েছে ফিরহাদ হাকিম৷ মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি কী ভাবে প্রশাসক পদে আছেন তা নিয়েই সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =