শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান

শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান

কলকাতা:  বিধি নিষেধের কড়াকড়ি এখন অনেকটাই কম৷ খুলে গিয়েছে সরকারি ও বেসরকারি দফতর৷ ট্রেন না চললেও স্বাভাবিক বাস, ট্যাক্সি, অটো৷ চলছে মেট্রোও৷ বাড়ছে যাত্রী সংখ্যাও৷ বাড়তি চাপ সামাল দিতে  মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল৷ ১৩ অগাস্ট আগামী শুক্রবার থেকেই শুরু হবে এই পরিষেবা৷ সোম থেকে শুক্র ২২০টির বদলে চলবে ২২৮টি ট্রেন৷ কমানো হবে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও৷ 

আরও পড়ুন- পুজোর আগেই বাংলার ভোট, তেমনই ইঙ্গিত কমিশনের

গত জুলাই মাস থেকেই শুরু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা৷ সোম থেকে শুক্র স্বাভাবিক মেট্রো চলে৷ শনিবার শুধু স্টাউ স্পেশাল চালানো হয়৷ রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে৷   বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে ৮টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। সকাল ও বিকেলে অফিস যাত্রীদের চাপ সামাল দিতে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ৭ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হবে৷  ফলে একটি মেট্রো মিস করলে পাঁচ মিনিটের মধ্যে পরের মেট্রো পাওয়া যাবে। তবে করোনা পরিস্থিতিতে বদল হচ্ছে না মেট্রো পরিষেবার সময়৷ 

সকাল ৭টা থেকেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা৷ কবি সুভাষ অর্থাৎ নিউ গরিয়া এবং দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো রাত ৮টায়৷ তবে ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবার চালুর কথা চিন্তা ভাবনা করছে না মেট্রো রেল কর্তৃপক্ষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =