kolkata metro
কলকাতা: আবার অফিস টাইমে দুর্ভোগ বাড়ল নিত্যযাত্রীদের। শনিবার সাতসকাল বিঘ্নিত হল শহরের মেট্রো পরিষেবা। এর ফলে কিছু স্টেশনে মেট্রো চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বাকি স্টেশনগুলিতে চলেছে মেট্রো। তবে তার গতি শ্লথ করা হয়েছে। তবে এদিন কোনও আত্মহত্যার ঘটনা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তার জন্য আপাতত রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কিন্তু দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। যদিও অফিস যাত্রীদের যে ভীষণ মুশকিলে পড়তে তা বলাই বাহুল্য। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তাই ঝুঁকি না নিয়েই মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।