অবশেষে শুরু হচ্ছে কলকাতা মেট্রো রেল পরিষেবা, থাকছে গুচ্ছ শর্ত

অবশেষে শুরু হচ্ছে কলকাতা মেট্রো রেল পরিষেবা, থাকছে গুচ্ছ শর্ত

কলকাতা: চতুর্থ দফায় লকডাউন বিধিনিষেধ এখনও ঘোষণা না হলেও বাংলায় ধাপে ধাপে শুরু হচ্ছে গণপরিবহণ পরিষেবা৷ তবে, তাতে রয়েছে দূরত্ব৷ বাংলায় সরকারি ও বেসরকারি গণপরিবহণ ব্যবস্থা চালুর প্রস্তুতি শুরু হলেও আগামী ৩০ জুন পর্যন্ত সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল৷ রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হলেও নয়া সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেলের অধিনস্থ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ৷

আজ খুব সম্ভবত লকডাউনের চতুর্থ দফায় বিধিনিষেধ জারি হতে পারে৷ কিন্তু, চতুর্থ দফায় লকডাউন ঘোষণা হলেও শর্ত ও গুচ্ছ বিধিনিষেধ-সহ কলকাতায় চালু হতে পারে মেট্রো রেল পরিষেবা৷ সমস্ত দূরত্ববিধি মেনে মেট্রো চালানো হতে পারে বলে শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷

পিটিআইকে কলকাতা মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণীদেবী জানিয়েছেন, মেট্রো চলবে, তবে কম যাত্রী নিয়ে৷ এই মুহূর্তে সপ্তাহে ৬ লক্ষ যাত্রী বহণ করে থাকে কলকাতা মেট্রো৷ কিন্তু, করোনা পরিস্থিতিতে ২ লক্ষ যাত্রী নিয়ে ছুটতে পারে মেট্রো৷ মেট্রোয় ওঠার আগে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার পর ছাড়পত্র দেওয়া হলে৷ মেট্রোয় বাধ্যতামূলক হবে মাস্ক৷ মানতে হবে দূরত্ববিধি৷ দূরত্ববিধি বজায় রাখতে টিকিট কাউন্টার কম খোলা হতে পারে৷ যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হতে পারে৷ প্ল্যাটফর্ম কিংবা মেট্রোয় ভিড় যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখা হবে বলেও পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরিষেবা চালুর কথা ভাবা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণীদেবী৷ চতুর্থ দফার লকডাউন ঘোষণা হলে, কোনও ভাবেই পরিষেবা চালু করা হবে না বলেও জানিয়েছেন তিনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 16 =