এবার ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশন, মিলল ছাড়পত্র

এবার ভিক্টোরিয়ার সামনেও মেট্রো স্টেশন, মিলল ছাড়পত্র

4d16bb657b3948abc820b96093308aa4

কলকাতা: জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে নয়া পালক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল গেটের ঠিক সামনেই মেট্রো রেল স্টেশন তৈরির ছাড়পত্র মিলল শুক্রবার। জানা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইন্স গেটের ঠিক সামনেই তৈরি হবে এই মেট্রো স্টেশন। রেল ভিকাস নিগম লিমিটেড সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরির কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে কিনা তা পরীক্ষা করে দেখেছেন ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। তাঁদের সেই রিপোর্ট এবং সমীক্ষার ওপর ভিত্তি করেই মেলেছে নো-অবজেকশন সার্টিফিকেট।

RVNL তথা রেল ভিকাস নিগাম লিমিতেদ সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করার সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনও ফাটল বা বিপত্তি দেখা না দেয়, তার খতিয়ে দেখবেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক এবং ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের কাছ থেকে ভূগর্ভের সুড়ঙ্গ তৈরির কোনও প্রভাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে পড়বে কিনা তা নিয়ে তথ্য সংগ্রহ করে। সংশ্লিষ্ট দু’টি প্রতিষ্ঠানের অধ্যাপক এবং ইঞ্জিনিয়াররা গোটা বিষয়টি গবেষণা করে এবং সমীক্ষা করার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ট্রাস্টি বোর্ডকে জানায় সুড়ঙ্গ তৈরি হলে সংশ্লিষ্ট স্থাপত্যে কোনও সমস্যা হবে না। এরপরই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ট্রাস্টি বোর্ড রেল বিকাশ নিগম লিমিটেডকে ছাড়পত্র দেয়।

মেট্রো রেল সূত্রে খবর, ভিক্টোরিয়ার সামনে মেট্রো রেলওয়ে স্টেশন তৈরি আদৌ সম্ভব কিনা তা পর্যালোচনা করার জন্য ২০১৬ সালে ওই কমিটি তৈরি করা হয়। ওই কমিটি এতদিন ধরে তথ্য সংগ্রহ করছিলেন যে মেট্রোর কাজ চলাকালীন কিংবা পরবর্তীতে মেট্রো চলাচলের সময় ওই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে কোনও ক্ষতি হবে কিনা। সেই কারণে তাঁরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি কৃত্রিম কম্পন তৈরি করেও বোঝার চেষ্টা করছিলেন বলে খবর। সম্প্রতি তাঁদের কাজ শেষ করেছে এবং সেই পরীক্ষার রিপোর্টেই তাঁরা জানিয়েছেন যে মেট্রোর কাজের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে না। এই সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল ফটকের সামনে মেট্রো স্টেশন তৈরি ছাড়পত্র দেওয়া হয়েছে বলে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *