ফের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত ২০ চিকিৎসক, ২৬ নার্স!

ফের মেডিক্যাল কলেজে করোনা আক্রান্ত ২০ চিকিৎসক, ২৬ নার্স!

0d7d980a9e654bef51e452b91e731363

কলকাতা: ফের উদ্বেগ বাড়াল বাংলার করোনার সংক্রমণ৷ এবার খাস কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসা ও নার্স-সহ ৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ যদিও আক্রান্তদের মধ্যে অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল৷ দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷ আচমকা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মতো প্রতিষ্ঠানে ৪৬ জন আক্রান্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে৷

গত এপ্রিল-মে-জুন নাগাদ বাংলায় যখন করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগতি ছিল, তখনও স্বাস্থ্য কর্মীদের মধ্যে উদ্বেগজনকহারে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছিল৷ এবার করোনা পুজোর পর ফের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির খবরে যথেষ্ট উদ্বেগের৷

মেডিক্যাল কলেজ হাসপাতাল একসঙ্গে ২৬ জন নার্স আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর৷ ২৬ জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকিদের বাড়িতে চিকিৎসা চলছে৷ জানা গিয়েছে, আক্রান্তরা গ্রিন বিল্ডিংস ও হাসপাতালে অন্যান্য ওয়ার্ডে ডিউটি করতেন গত কয়েক মাস ধরে৷ কিন্তু, আচমকা তাঁরা সংক্রমিত হয়ে পড়েছে বলে মেডিক্যাল সূত্রে খবর৷ বিভিন্ন সময়ে ২০ জন চিকিৎসকও আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে কয়েকজন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর৷ দু’জনের অবস্থা আশংকাজনক৷ বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল খবর মেডিক্যাল কলেজ সূত্রে খবর৷ প্রথম সারিতে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা কীভাবে আচমকা আক্রান্ত হলেন? তা নিয়ে বাড়ছে উদ্বোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *