পুজোর আগেই বড় উপহার, দক্ষিণেশ্বর থেকে নিউ গরিয়া ছুটবে মেট্রো

পুজোর আগেই বড় উপহার, দক্ষিণেশ্বর থেকে নিউ গরিয়া ছুটবে মেট্রো

d1a9c9767dedf8ae1c15bcaed0906ea4

 

কলকাতা: জোর কদমে চলছে কাজ৷ সেজে উঠছে দক্ষিণেশ্বর মেট্রো৷ দূর্গা পুজোর আগেই শারদীয়ার উপহার পাবেন রাজ্যের মানুষ৷ দক্ষিণেশ্বর মন্দিরের স্থাপত্যের কথা মাথায় রেখেই এই মেট্রো স্টেশন তৈরি করা হচ্ছে৷ এই মেট্রো স্টেশনে মেনে স্কাইওয়াকে করে সরাসরি মন্দিরে প্রাঙ্গনে পৌঁছে যেতে পারবেন পূণ্যার্থীরা৷ মেট্রো চলাচল শুরু হওয়ার আগে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি৷ 

আরও পড়ুন- মিডিয়ার দয়া প্রয়োজন হয় না বিজেপির! সংবাদমাধ্যমের বিরুদ্ধে বিদ্রোহ দিলীপ ঘোষের

7c9bb9f11afe6d3816309a4bf7ce6057

 

নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হবে৷ এই রুটে মেট্রো পরিষেবা চালু হলে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতায় কাজ করা হাওড়া ও হুগলীতে বসবাসকারী মানুষদের অনেকটাই উপকার হবে৷ এই নয়া মেট্রো লাইন চালু হওয়ার পর এই পথে দুটি দেবস্থান পড়বে, যথা- কালীঘাট ও দক্ষিণেশ্বর৷ এবার থেকে দেড় ঘণ্টার মধ্যেই এই পথে বেলুরমঠ, দক্ষিণেশ্বর ও কালীঘাটে যাওয়া আসা করতে পারবেন পূণ্যার্থীরা৷ আবার দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার৷ ফলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বিমানবন্দরে পৌঁছনোও সহজ হবে৷ 

আরও পড়ুন- অনলাইনে ভর্তি হলেও শিক্ষকদের হাজিরার নির্দেশ, শুরু জলঘোলা

1d9b36f2b329e64f19ce6c271da23e86

 

রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) অফিসারের কথায়, নিউ গরিয়া নোয়াপাড়া মেট্রো করিডরের বর্ধিত অংশ হল দক্ষিণেশ্বর৷ এটি নর্থ-সাউথ মেট্রো হিসাবেই পরিচিত৷ যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই মেট্রো স্টেশনে অত্যাধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে৷ থাকছে লিফট, এসকেলেটর, প্রতিবন্ধীদের জন্য ফ্রেন্ডলি টিকিট কাউন্টার৷ মেট্রো করিডরের সমান্তরালে থাকছে রেলপথও৷ পাঁচ মিনিট অন্তর অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রো রেলের৷ 

আরও পড়ুন- হাসপাতালের বেড আটকাতে পারবেন না রোগীরা, করোনা চিকিৎসার নয়া নির্দেশিকা

 

আরভিএনএল-এর ওই আধিকারিক বলেন, ‘‘লকডাউন এবং কোভিড-১৯ সংক্রমণ থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ চালিয়ে যেতে পেরেছি৷ তবে কাজের গতি কিছুটা মন্থর থাকায় কাজ শেষ করতে একটু সময় লাগছে৷’’ এই প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকারও৷ যাতে টালা ব্রিজের অভাবে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমে৷  একবার এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে দক্ষিণেশ্বর থেকে নিমেষেই দক্ষিণ কলকাতায় পৌঁছনো যাবে৷ উপকৃত হবেন উত্তর শহরতলির মানুষরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *