গত ৩০ বছরে দেশের উষ্ণতম দ্বীপ এখন কলকাতা, বলছে গবেষণা

গত ৩০ বছরে দেশের উষ্ণতম দ্বীপ এখন কলকাতা, বলছে গবেষণা

কলকাতা: দেশের অন্যতম মহানগরগুলির মধ্যে অন্যতম শহর কলকাতা৷ একদা দেশের রাজধানী৷ দেশের তো বটেই, বিদেশের মাটিতেও একই ভাবে জনপ্রিয় এই শহর৷ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী, ব্যস্ততম একটি শহর৷ তবে সাম্প্রতিক কালে একটি গবেষণা রিপোর্টে উঠে এল কলকাতার ভয়নক তথ্য৷  যা শুনলে আতঙ্কগ্রস্থ হতে হয় বৈকি!

আয়তনের দিক থেকে দেশের বিভিন্ন আকারের শহরগুলির মধ্যে সর্বাধিক উষ্ণতম একটি দ্বীপে পরিণত হচ্ছে শহর কলকাতা৷ এই শহরে দিন-রাতের উষ্ণতার ব্যাপক তারতম্য ইদানিং পরিলক্ষিত হচ্ছে৷ একই রকম ভাবে নজরে আসছে দিনের সর্বোচ্চ ও সর্বাধিক তাপমাত্রার মধ্যে বিস্তর ফারাক৷

খড়গপুর আইআইটির পরিবেশ বিদ্যার বিভিন্ন শাখার গবেষকদের সুদীর্ঘ ১৬ বছর ধরে চলা গবেষণাপত্রটি দিন কয়েক আগে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘জার্নাল অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টাল ম্যানেজমেন্টে’ প্রকাশিত হয়েছে৷ রাতারাতি জলবায়ু পরিবর্তিনের কারণ টা ঠিক কী? এই প্রসঙ্গে এই গবেষণার মূল গবেষক অধ্যাপক অরুন চক্রবর্তী জানিয়েছেন, নির্বিচারে কোনও পরিকল্পনা ছাড়াই শহর বৃদ্ধি পাচ্ছে৷ জঙ্গলের গাছ কেটে দ্রুত নগরায়ন এই আকষ্মিক জলবায়ু পরিবর্তনের কারণ বলে তিনি মনে করছেন৷

নগরায়ন তো সভ্যতার একটা বৈশিষ্ট্য তাহলে কেনো এমন হচ্ছে? এরজন্য মনে করা হচ্ছে কংক্রিটের ঘর বাড়ি এবং সবুজ গাছপালার মধ্যে ভারসাম্যে অপ্রতুলতা৷ পরিকল্পনাবিহীন নগরায়নের কারণে নয়ের দশকের পর থেকে কলকাতার দিন ও রাতের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বেড়ে গিয়েছে৷ গবেষকরা জানাচ্ছেন, পরিকল্পনাবিহীন ভাবে যথেচ্ছ উপনগরী গড়ে ওঠার কারণে কলকাতা গত তিন দশকে অন্য শহরগুলির তুলনায় বেশি গরম হয়েছে৷ আগামী দিলে আরও বাড়বে গরমের অস্বস্তি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *