কলকাতা হাইকোর্ট পেল নতুন প্রধান বিচারপতি

কলকাতা: তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণন ৬ এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরই কেন্দ্রীয় আইনমন্ত্রক শনিবার এই বিজ্ঞপ্তি জারি করে। গতবছর ১২ ডিসেম্বর থেকেই রাধাকৃষ্ণনের বদলির খবর জানা গিয়েছিল। একইসঙ্গে হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের প্রধান বিচারপতি করার

কলকাতা হাইকোর্ট পেল নতুন প্রধান বিচারপতি

কলকাতা: তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণন ৬ এপ্রিলের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরই কেন্দ্রীয় আইনমন্ত্রক শনিবার এই বিজ্ঞপ্তি জারি করে।

কলকাতা হাইকোর্ট পেল নতুন প্রধান বিচারপতিগতবছর ১২ ডিসেম্বর থেকেই রাধাকৃষ্ণনের বদলির খবর জানা গিয়েছিল। একইসঙ্গে হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের প্রধান বিচারপতি করার প্রস্তাবও সুপ্রিম কোর্টের কলেজিয়াম গ্রহণ করে। ১০ জানুয়ারি অন্ধ্র ও তেলেঙ্গানার হাইকোর্ট দুভাগ হওয়ার পর কলেজিয়াম বিচারপতি রাধাকৃষ্ণনকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রস্তাব পাঠায় কেন্দ্রীয় সরকারের কাছে। প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের অবসরের পর পদটি খালি রেয়েছে।

অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে কাজ করছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। সেই সুপারিশ কেন্দ্র পুনর্বিবেচনার জন্য কলেজিয়ামের কাছে পাঠিয়ে দেয়। কলেজিয়াম ১৯ ফেব্রুয়ারি আবার সেই প্রস্তাবটি কেন্দ্রে কাছে পাঠায়। কেন্দ্রের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ চিঠি লেখেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রস্তাবটি পাঠিয়ে দেয় কেন্দ্র। শনিবার সেই অনুমোদন আসে। বিচারপতি রাধাকৃষ্ণন ছিলেন ছত্তিশগড়ের প্রধান বিচারপতি। তারপর আসেন হায়দরাবাদ হাইকোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =