কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫১ বছর৷ রাজীব কুমার সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তিনি রায় দিয়েছিলেন। বিচারপতির অকাল প্রয়ানে হাইকোর্ট জুড়ে শোকের ছায়া। টুইট করে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়৷
১৯৯৫ সালে আইনজীবী হয়ে কলকাতা হাইকোর্টে কাজ শুরু করেন। ২০১৭ সালে তিনি হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন৷ হাইকোর্টের বিচারপতি হিসেবে মাত্র তিন বছর ছিলেন। এই তিন বছরে তিনি বহু গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন৷ তিনি রাজীব কুমার জামিন মামলারও রায় দিয়েছিলেন৷ দক্ষতার সঙ্গে তিনি তাঁর এজলাস সামলেছিলেন৷
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনগড়। তিনি টুইটে লিখেছেন, ‘শুক্রবার সকালে অ্যাপেলো হাসপাতালে প্রায়ত হলেন কলকাতা হাইকোর্টের প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। এত কম বয়সে চলে যাওয়া মর্মান্তিক। আইন জগতের জন্য বড় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতির খবরে আমি দুঃখিত। তাঁর পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা রইল।’