কলকাতা: ফের অঙ্গদানের নজির গড়তে যাচ্ছে কলকাতা। একের কিডনি ও লিভারে প্রাণ ফিরে পেতে চলেছেন দু জন। ইস্টার্ন মেট্রোপলিট্যান বাইপাসের মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালেই শুক্রবার রাতে ব্রেন ডেথ হয় এক মহিলার। তাঁরই সুস্থ কিডনি আর লিভার দান করার সিদ্ধান্ত নিয়েছেন ওই মহিলা রোগীর ছেলে। এরপরেই গভীর রাত থেকে শুরু হয়েছে প্রতিস্থাপনের তোড়জোড়।
হাসপাতাল সূত্রে জানা গেছে নয়াবাদের বাসিন্দা সুমিতা বসু(৫৪) স্কুলে শিক্ষকতা করতেন। গত ২২ জানুয়ারি স্কুলে গেছিলেন। কিন্তু স্কুল সেরে বিকেলে বাড়ি ফেরার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন। হেঁটে বাড়ির যাওয়ার পথে রাস্তায় হুঁশ হারিয়ে পড়ে যায় তিনি। ওই অবস্থায় স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দেখেই জানিয়ে দেন, সুমিতা বসু স্ট্রোকে আক্রান্ত। মস্তিষ্কে অনেক রক্ত জমাট বেঁধে গেছে। এরপরে শুরু হয় চিকিৎসা। কিন্তু প্রথম থেকেই তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এরপর নানা পরীক্ষার পর চিকিৎসকরা শুক্রবার গভীর রাতে জানিয়ে দেন, তাঁর ব্রেন ডেথ হয়ে গেছে। এরপরে চিকিৎসকরা তাঁর ছেলের সঙ্গে কথা বলেন। ছেলেকে জানানো হয় অঙ্গদানের কথা।