“বিনীত পদত্যাগ করলেই…” যা জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা

কলকাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও লালবাজার অভিযানে অনড় জুনিয়র চিকিৎসকেরা। হ্যাঁ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। এতে হইচই লালবাজারের রাস্তায় অবস্থানে বসা জুনিয়র…

Picsart 24 09 03 01 59 53 388

কলকাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও লালবাজার অভিযানে অনড় জুনিয়র চিকিৎসকেরা।

হ্যাঁ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। এতে হইচই লালবাজারের রাস্তায় অবস্থানে বসা জুনিয়র চিকিৎসকদের মধ্যে। কিন্তু ‘অভিযান’ শেষ নয়। বরং আন্দোলনকারীরা বলছেন, ‘‘সন্দীপ স্যরের গ্রেফতারি আমাদের কাছে নৈতিক ঐজয়ের মতো। তবে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরতেই হবে বিনীত গোয়েলকে।’’ মানে বিনীত গোয়েল পদত্যাগ করলেই অবস্থান উঠবে, বুঝিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা জানাচ্ছেন, সিবিআই দ্রুত তদন্ত করুক। দোষীদের খুঁজে বার করুক। দাবি একটাই, বিচারের দাবি। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতেই হবে। এখন শুধু দেখার জুনিয়র চিকিৎসকদের এই অভিযান সময়ের সঙ্গে সঙ্গে কোনদিকে মোড় নেয়।