কলকাতা: কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোভিডের জেরে কফি হাউসের সেই আড্ডা বন্ধ হয়ে গিয়েছিল প্রায় তিন মাস। করোনার জেরে প্রথমে টানা লকডাউন পরে নিরাপত্তার কথা ভেবে কফি হাউস বন্ধ ছিল। আনলকের দ্বিতীয় পর্যায়ে ফের কফি হাউস খুলতে চলেছে বলে জানা গিয়েছে। আজ থেকেই কফি হাউস খুলবে। তবে আগের মচো সেই আড্ডা পাওয়া যাবে কি না সেই নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে। কোভিডের জেরে নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার কফি হাউসের পরিচালন সমিতির বৈঠক হয়। বৈঠকেই বৃহস্পতিবার থেকে কফি হাউস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে বুধবার থেকে কফি হাউস স্যানেটইজড করার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার থেকে খোলা হচ্ছে। সকাল ১১ টা থেকে প্রাথমিক ভাবে সন্ধে ৬টা পর্যন্ত কফি হাউস খোলা থাকবে বলে জানা গিয়েছে। সোম থেকে শনি খোলা হবে। রবিবার কফি হাউশ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কর্মী ও অতিথিদের জন্য একাধিক নিয়মবিধি লাগু করা হয়েছে। ৪০ শতাংশ টেবিলের সংখ্যা কমানোর পাশাপাশি সামাজিক দুরত্ব ও বিধি মেনে নির্দিষ্ট সময়ের বেশি বসার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। পাশাপাশি, ডিসপোজেবল কাপ, প্লেট, চামচ এসবই ব্যবহার করা হবে।, নিয়মিত সংক্রমণমুক্ত করার কাজও চলবে। আপাতত নিচের তলা খোলা হলেও উপরের তলা বন্ধই থাকবে। খাবারের দামও ১০ শতাংশের মতো বাড়বে বলে স্থির হয়েছে।