কলকাতা: মাঝে আর মাত্র একটা দিন। তারপরেই ২১ শে জুলাই। আর সেই ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিশাল সমাবেশের আয়োজন করেছে রাজ্যের শাসক দল। তবে অন্যবারের থেকে এবারের এই সমাবেশের গুরুত্ব অনেকটাই বেশি। কারণ করোনার দাপটে পরপর দু’বছর এই শহীদ দিবসের সভা ভার্চুয়ালি হওয়ার পর চলতি বছরে ফের তা ধর্মতলার বুকে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে অন্য বছরের তুলনায় এইবারের সভায় আরও বেশি জনসমাবেশের আশঙ্কা করা হচ্ছে।
আগামী একুশে জুলাইয়ের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী একুশে জুলাইও ভারী বর্ষণে ভিজবে কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সেই অর্থে বর্ষার প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যভারত হয়ে ছত্তিশগড়, ওডিশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তবে তা দক্ষিণবঙ্গের বাইরে দিয়ে বিস্তৃত হয়েছে। ফলে এর কোনও প্রত্যক্ষ প্রভাব পড়ছে না রাজ্যে। বৃষ্টির ঘাটতি রয়েই গেছে দক্ষিণবঙ্গে। আপাতত তা পূরণের তো সম্ভাবনাই নেই, বরং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে। তবে উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকায় আজ তেমনভাবে বৃষ্টির দেখা না মিললেও আগামীকাল থেকেই তিলোত্তমাসহ দক্ষিনবঙ্গের একাধিক রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টিও হবে কোথাও কোথাও। সেই কারণে আজ সারাদিনই আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে শহর ও শহরতলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। মঙ্গলবার দিনভর শহরের তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। বাড়বে ঘাম এবং অস্বস্তি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬.৩ মিলিমিটার।
অন্যদিকে আগামী ২১ জুলাইয়ের আবহাওয়া প্রসঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২০ থেকে ২২ জুলাই আবহাওয়ার বর্তমান পরিস্থিতির কিছুটা হলেও বদল হবে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কারণ এ বছর বৃষ্টিপাতের আক্ষরিক অর্থেই ঘাটতি রয়েছে।