এবার নিক্কো পার্কে হবে কোয়ারেন্টিন সেন্টার, থাকতে পারবেন ১০০ জন

এবার নিক্কো পার্কে হবে কোয়ারেন্টিন সেন্টার, থাকতে পারবেন ১০০ জন

d1cda7707a159c8aace5fdbb50324f1c

কলকাতা: ভারতের পাশাপাশি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।  শুক্রবার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার করোনায় রেকর্ড পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে আরও বেশি করে কোয়ারেন্টিন সেন্টার ও  কোভিড হাসপাতালের প্রয়োজন।  এই পরিস্থিতিতে  নিক্কো পার্কের একাংশ কোয়ারেন্টিন সেন্টারের জন্য ব্যবহার করা হবে৷

নিক্কো পার্কের হলে যেখানে খাবারের জন্য বরাদ্দ ছিল, সেখানে ১০০ শয্যার কোয়ারেন্টিন সেন্টার করা হবে বলে জানা গিয়েছে। আট হাজার স্কোয়ার ফিটের এই হলটিতে প্রয়োজন হলে আরও ৫০টি শয্যা বাড়ানো হবে বলে নিক্কোপার্কের তরফে জানানো হয়েছে।  নিক্কোপার্কের রাজীব কাউল জানিয়েছেন,   এই হলটিকে একমাস আগেই কোয়ারেন্টিন সেন্টারে পরিণত করা হয়েছে।  মূলত পরিযায়ী শ্রমিকরা যখন ভিনরাজ্য থেকে ফিরছিলেন, সেই সময় রাজ্য সরকার কোয়ারেন্টিন সেন্টারের খোঁজ করছিলেন। তখনই আমরা হলটিকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে গড়ে তুলেছিলাম। এখন সেটা করোনা আক্রান্তদের জন্যদের তুলে ব্যবহারের জন্য রাজ্য সরকারের হাতে তুলে দেওযা হবে বলে জানা গিয়েছে।

বিনোদন পার্ক নিক্কো পার্ক। প্রায় ৩৫ রকমের রাইড রয়েছে। কিন্তু গত মার্চের শেষ থেকে করোনা আবহে নিক্কো পার্ক বন্ধ রয়েছে। এখানে রাইডের পাশাপাশি রেস্তোরাঁ, বারও রয়েছে বলে জানা গিয়েছে। বাংলায়  রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে প্রথম কোয়ারেন্টিন সেন্টার গড়ে তোলা হয়।  এখন রাজারহাট কোয়ারেন্টিন সেন্টারে ২৫০টি বেড রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *