কলকাতায় সংক্রমিত প্রায় ২০০! বঙ্গে অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্ত

কলকাতায় সংক্রমিত প্রায় ২০০! বঙ্গে অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্ত

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা আজ খানিকটা বেড়ে গিয়েছে। দুই জেলা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতা নিয়ে চিন্তা এখনও যাচ্ছে না। আজ কলকাতায় আক্রান্ত প্রায় ২০০-র কাছাকাছি! তাই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনই যে যাচ্ছে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বারবার। তাই এখন আরও বেশি সচেতন থাকতে হবে রাজ্যবাসীকে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। একই সময়ে সুস্থ ৬৮৩ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। আজ রাজ্যের করোনা আক্রান্তদের মধ্যে ১৯৪ জন কলকাতার! অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথমে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১০৩ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। একদিনে সেখানে ৬৭ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা। চতুর্থ স্থানে হাওড়া। সেখানে একদিনে সংক্রমিত ৫১ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৮১ হাজার ২২০ জন। অন্যদিকে, এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৫৪ হাজার ৮১৫ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৯৮৯ জন। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৩ শতাংশ।

তবে দেশে ২৩০ দিনের সর্বনিম্ন করোনা সংক্রমণ আজ, যা বিরাট স্বস্তির দিয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন। ইতিমধ্যে ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার ৭৮৩ জন করোনা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 16 =