মুম্বই: এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে সাময়িক বিরতি পেতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি-সহ দলের প্রথম সারির ক্রিকেটাররা। সর্বভারতীয় এক সংবাদপত্র এমনটাই জানতে পেরেছে বিসিসিআই সূত্রে। তবে এশিয়া কাপ আদৌও অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে এখনও ধন্ধে রয়েছে আইসিসি।
ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, “১৮ জুন ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না বোর্ড। এদিকে ক্রিকেটারদের দুবার বায়ো-বাবলে থাকতে বাধ্য করা যায় না। তাই জুনের শেষে যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয়, সে ক্ষেত্রে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আর কোনও উপায় থাকবে না।”
গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু করোনা মহামারীর জন্য তা একবছর পিছিয়ে দেওয়া হয়। আসন্ন জুন মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট হওয়ার কথা। তারপরেই আবার ভারতের ইংল্যান্ড সফর। তাই ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে দলের প্রথম সারির ক্রিকেটাররা ইংল্যান্ডেই থেকে যাবেন। একেবারে এশিয়া কাপের শেষে রুট-অ্যান্ডারসনদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই দেশে ফিরবেন তারা।
অন্যদিকে, কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি আইসিসিকে জানিয়েছিলেন, যদি ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে এশিয়া কাপ পিছিয়ে ২০২৩ সালে করতে হবে। প্রসঙ্গত, ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১’এ ধরাশায়ী করে ভারত এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তাই এশিয়া কাপ ২০২১-এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে।