‘ইতিহাসটা জানুন’, খেলা দিবস নিয়ে শুভেন্দুকে পাল্টা খোঁচা কুণালের

‘ইতিহাসটা জানুন’, খেলা দিবস নিয়ে শুভেন্দুকে পাল্টা খোঁচা কুণালের

কলকাতা: ১৬ অগাস্ট বাংলায় কালা দিবস পালন করবেন সনাতন সংগঠনের সদস্যরা৷ মঙ্গলবারই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা হাজির হয়েছিলেন রাজ্যপালের কাছে৷ তাঁরা সাফ জানিয়ে দেন, ‘‘অন্য কোনও দিনকে রাজ্য খেলা দিবস হিসেবে বেছে নিক৷ কিন্তু ওই দিনটিকে নয়৷ কারণ, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যু হয়েছিল কয়েকজনের৷’’

তারই পাল্টা হিসেবে এবারে বোমা ফাটালেন তৃণমূলের দাপুটে নেতা কুণাল ঘোষ৷ ‘‘২০১৪ সালের ১৬ অগাস্ট রাজ্য বিজেপির তৎকালীন নেতা রাহুল সিনহার নেতৃত্ব ‘খেলার জন্য’ মিছিল হয়েছিল’’ জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেল থেকে কুণাল লিখেছেন, ‘‘শুভেন্দু না জানেন দলের ইতিহাস, না আছে বাংলার ময়দানের সঙ্গে সম্পর্ক৷ কৃষাণু মিত্রের মতো পুরনো বিজেপি সৈনিকের কাছ থেকে বাস্তব জানুন৷ শুধুই হুক্কা হুয়া চলে না!’’

তৃতীয় বার মসনদে বসার পরই ১৬ অগাস্টকে খেলা দিবস হিসেবে চিহ্নিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি নেতা হিসেবে আগেই মুখ্যমন্ত্রীর ওই ঘোষণার প্রতিবাদ জানিয়েছিলেন শুভেন্দু৷ তাঁর দাবি, ১৯৪৬ সালের ১৬ অগাস্ট ইতিহাসের পাতায় কালা দিবস হিসেবে চিহ্নিত৷ ওই দিন সাম্প্রদায়িক দাঙ্গায় রক্ত ঝরেছিল পরাধীন ভারতের বাংলায়৷ কলকাতায় নিহত হয়েছিলেন বেশ কয়েকজন৷ ভয়াবহ সেই স্মৃতিকে উস্কে দেওয়ার চেষ্টা কেন? মঙ্গলবার সনাতন ধর্মের প্রচারকদের সঙ্গে করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে লাখ টাকার এই প্রশ্নটাই তুলেছেন শুভেন্দু অধিকারী৷

তারই পাল্টা হিসেবে শুভেন্দুর বিরুদ্ধে ‘ইতিহাস না জেনে হুক্কা হুয়া’ করার অভিযোগ এনেছেন কুণাল৷ পাল্টা শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া অবশ্য এখনও মেলেনি৷ তবে ‘খেলা হবে’ দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক খেলা যে ফের শুরু হয়ে গিয়েছে তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fifteen =