কলকাতা বুকে তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিধড় ‘ফনি’! সতর্কতা জারি

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিধড় ফনি৷ গতিপথ বদলে এবার বাংলার বুকের উপর দিয়ে বয়ে যেতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিধড়৷ জারি হলুদ সতর্কতা৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে কলকাতার উপর৷ বুধবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফনি৷ নোটিস জারি করে এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন৷ দিল্লি মৌসম

কলকাতা বুকে তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিধড় ‘ফনি’! সতর্কতা জারি

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিধড় ফনি৷ গতিপথ বদলে এবার বাংলার বুকের উপর দিয়ে বয়ে যেতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিধড়৷ জারি হলুদ সতর্কতা৷ ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়তে পারে কলকাতার উপর৷

বুধবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুরের মধ্যে কলকাতার উপর দিয়ে বয়ে যেতে পারে ফনি৷ নোটিস জারি করে এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লি মৌসম ভবন৷ দিল্লি মৌসম ভবনের তরফে নোটিসে দিয়ে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে কলকাতায় তীব্র ঝড় বয়ে যেতে পারে৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে তিলোত্তমা কলকাতা৷

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ভাসতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলী৷ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ কলকাতাসহ দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =