Aajbikel

ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভা চালু করছে হেল্পলাইন, হাসপাতালের তথ্যও মিলবে

 | 
dengue

কলকাতা: আর কয়েক দিন বাকি, তারপরই বাঙালির সেরা উৎসব শুরু হবে। কিন্তু বাংলার মানুষ দুর্গাপুজোর আগে বেশ চিন্তায় আছে। তার কারণ, ডেঙ্গি। রাজ্য তথা শহর কলকাতার ডেঙ্গি পরিস্থিতি একদমই ভালো নয়। ইতিমধ্যেই একাধিকজনের মৃত্যু হয়েছে, দিনদিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই আবহে নবান্ন বৈঠক করেছে, গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে তারা। জানা গিয়েছে, পুরসভা আগামী সপ্তাহ থেকে একটি হেল্পলাইল চালু করছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার নবান্নে ডেঙ্গি ইস্যু সংক্রান্ত বৈঠক হয়েছিল। বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল আবার বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার স্বাস্থ্য-সহ একাধিক বিভাগের আধিকারিকরা। নবান্নের বৈঠকের পর একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল শহর এবং রাজ্যের ডেঙ্গি 'হটস্পট' এলাকাগুলি নিয়ে। পুরসভার বৈঠকে পর হেল্পলাইন চালু করা হবে। এর মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি, করোনাকালের মতো হেল্পলাইন নম্বরে ফোন করে কোন হাসপাতালে কত বেড রয়েছে তা জানতে পারবেন রোগীর পরিবার। 

নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ডেঙ্গি ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত সমস্ত এলাকায় বিশেষ সাফাই অভিযান করতে হবে। পরিত্যক্ত এলাকায় আবর্জনার স্তূপ পরিষ্কার করতে হবে। এছাড়া রাজ্যের সব হাসপাতাল চত্বরে নিয়মিত সাফাই অভিযান হবে, শহর এবং শহর সংলগ্ন এলাকার বাজারগুলিতে তাই। পাশাপাশি ‘হটস্পট’ এলাকা এবং ঘিঞ্জি বস্তি এলাকায় মশারি বিতরণ করতে হবে এবং কোথাও জল জমতে দেওয়া যাবে না।  

Around The Web

Trending News

You May like