রোগ ঠেকাতে ‘মশাখেকো’ মশারি আনছে পুরসভা!

রোগ ঠেকাতে ‘মশাখেকো’ মশারি আনছে পুরসভা!

কলকাতা: যতদিন যাচ্ছে মশার উপদ্রব বেড়েই চলেছে। শহর কলকাতা থেকে শুরু করে গোটা বাংলায় ডেঙ্গি, ম্যালেরিয়ার খোঁজ মেলে। প্রতি বছরই একাধিক মানুষ আক্রান্ত হয়, মৃত্যুর খবরও পাওয়া যায়। চলতি বছরও একই জিনিস ঘটেছে। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিলেও মশার বাড়বাড়ন্ত যে কলকাতা পুরসভা খুব একটা কমাতে পড়েছে এমনটা নয়। তাই এবার তারা চিনা মডেলের ওপরই ভরসা করছে। ঠিক কী করছে পুরসভা?  

২০২১ সালে ম্যালেরিয়ার উপদ্রবে জর্জরিত হয়ে গিয়েছিল চিন। তবে তারা মুক্তি পেয়েছে অন্য একটি উপায়ে। না কোনও কেমিক্যাল বা ওষুধ ব্যবহার করে নয়, বিশেষ মশারি ব্যবহার করে। আর সেই মশারিই এবার আনতে চলেছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এ মশারির নাম ‘লং লাস্টিং ইনসেক্টিসাইডাল ট্রিটেড মসকিউটো নেট’ সংক্ষেপে বা ‘এলএলআইএন’। চলতি কথায় বলতে গেলে, এই মশারি ‘মশাখেকো’। এই মশারির গায়ে মশা একবার বসলে মারা যাবে তিন সেকেন্ডের মধ্যেই। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে বিশেষ এই মশারি দেওয়া হবে ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায়। 

কিন্তু ঠিক কী এমন বিশেষত্ব আছে এই মশারিতে? জানানো হয়েছে, এই মশারির জাল ১০০ শতাংশ পলিয়েস্টার দিয়ে তৈরি। তাতে মেশানো রয়েছে ডেল্টামেথ্রিন নামে এক ধরনের রাসায়নিক। ফলে কোনও মশা একবার এতে বসলে আর উড়ে যেতে পারবে না। তবে শুধু চিন নয়, ২০১৬ সালে শ্রীলঙ্কাও ব্যবহার করেছে এই বিশেষ মশারি। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে শহরে ৬ হাজার মশারি চলে এসেছে শনিবার। কলকাতায় ৩০ হাজার এমন মশারি দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =