মমতা বহিরাগত! KLO সুপ্রিমোর বিতর্কিত মন্তব্যে UAPA ধারায় মামলা

মমতা বহিরাগত! KLO সুপ্রিমোর বিতর্কিত মন্তব্যে UAPA ধারায় মামলা

832ce11f10db8d05eb905217fbdc471a

কোচবিহার: বাংলার বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বহিরাগত উপরে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই আক্রমণ তাঁর দিকে ধেয়ে এল। এর পাশাপাশি বাংলায় ফের উস্কে গেল বঙ্গভঙ্গ ইস্যু। কারণ কেএলও সুপ্রিমো জীবন সিং এই বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আক্রমণ করেছেন এক ভিডিও বার্তায়। এর পরেই রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছে। 

এই প্রথমবার জীবন সিংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের হল‌ না। এর আগেও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এখন বঙ্গভঙ্গ ইস্যুকে উস্কে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বহিরাগত বলে আক্রমণ করার ফলে আবারও তার বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা বর্তমান প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি দাবি করেছিলেন যে উত্তরবঙ্গের উন্নয়ন করে না এই রাজ্য সরকার তাই সেখানকার মানুষের উন্নয়নের জন্য পৃথক রাজ্য হওয়া উচিত। বিজেপি সাংসদের সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছিল অনেকেই। এবার তার সেই দাবির সমর্থন জানালেন কেএলও সুপ্রিমো। এক ভিডিও বার্তায় তিনি এই ইস্যুতে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বহিরাগত বলেছেন। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে নতুন করে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করেছে পুলিশ। যদিও এই ভিডিও বার্তার কোনরকম সত্যতা যাচাই করেনি আজ বিকেল

আরও পড়ুন- জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত স্পাইওয়্যার বিরোধীদের উপর কেন? শাহের ইস্তফা দাবি রাহুলের

কিছুদিন আগে উত্তরবঙ্গের দুইজন ঘাসফুল নেতা বিনয় কৃষ্ণ বর্মন এবং পার্থ প্রতিম রায়কে হুমকি চিঠি পাঠিয়েছিল কেএলও। এমনকি হামলাও করা হয় পার্থপ্রতিম রায় বাড়িতে। তাই পুলিশ মনে করছে সুপ্রিমো জীবন সিং মায়ানমারের আশেপাশে থাকতে পারেন। ইতিমধ্যেই তিনি যে ভিডিও পোস্ট করেছেন তার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *