কেকে-র মৃত্যু, সিবিআই তদন্তের দাবি! মামলার অনুমতি হাইকোর্টের

কেকে-র মৃত্যু, সিবিআই তদন্তের দাবি! মামলার অনুমতি হাইকোর্টের

কলকাতা: গত মঙ্গলবার নজরুল মঞ্চে লাইভ অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এই আকস্মিক প্রয়াণে একদিকে যেমন শোকোস্তব্ধ তাঁর ভক্ত-অনুরাগীরা, অন্যদিকে ইতিমধ্যেই কেকের মৃত্যু প্রসঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। অধিকাংশেরই দাবি, কেকের লাইভ অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতির কারণে এভাবে অকালে চলে যেতে হল এই জনপ্রিয় গায়ককে। প্রসঙ্গত, কেকের মৃত্যুর পরের দিনই জানা যায় নজরুল মঞ্চে তাঁর লাইভ অনুষ্ঠান চলাকালীন মাত্রাতিরিক্ত দর্শকের সমাগম হয়েছিল। নজরুল মঞ্চ অডিটোরিয়ামের যেখানে দর্শক ধারনক্ষমতা মাত্র আড়াই হাজার, সেখানে মঙ্গলবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন প্রায় ৭ হাজার মানুষ। অন্যদিকে দাবি করা হয়, অডিটোরিয়ামের এসিও ওইদিন ঠিকঠাক কাজ করেনি। এই সমস্ত গাফিলতির কারণেই কেকের এমন অকাল প্রয়ান ঘটেছে বলে দাবি একাংশের। আর তাই এবার কেকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টে মামলার আবেদন জমা পড়ল। এর সঙ্গেই জানা যাচ্ছে, এই মামলার আবেদনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জানা যাচ্ছে, কেকের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে সোমবার সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন আইনজীবী রবি শঙ্কর চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতিও চেয়েছেন। তাঁর এই আবেদনে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব  এবং বিচারপতি রাজর্ষি  ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি লাইভ অনুষ্ঠানের পরেই প্রয়াত হন ৫৪ বছর বয়সী বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে। হূদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত না হলেও মঙ্গলবারের নজরুল মঞ্চের ওই লাইভ অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। কেন নজরুল মঞ্চে সেদিন ভিড় আটকানো হয়নি? কেন এত জনপ্রিয় একজন গায়কের লাইভ অনুষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র ঠিকভাবে কাজ করছিল না তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকর থেকে শুরু করে বিজেপি নেতা দিলীপ ঘোষসহ আরো অনেকে কেকের মৃত্যুর জন্য রাজ্য সরকার এবং প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। অন্যদিকে একটি কলেজ ফেস্টে কিভাবে এত অর্থ ব্যয় করে একজন বলিউডের গায়ককে আনা হল তা নিয়েও উঠছে প্রশ্ন। এই বিতর্কের মধ্যেই এবার কেকের মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

 অন্যদিকে গত সপ্তাহেই জানা গিয়েছিল কেকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করতে চান আইনজীবী সৌম্য শুভ্র রায়। এই ঘটনা প্রসঙ্গে তিনিও একাধিক প্রশ্ন তুলেছেন। কেন ৫০০ মিটারের মধ্যে পুলিশ স্টেশন থাকা সত্বেও কেকের এই অনুষ্ঠানের ভিড় নিয়ন্ত্রণ করা হল না সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ অর্থাৎ সোমবারই জনস্বার্থ মামলার আবেদন করার সম্ভাবনা ছিল কলকাতা হাইকোর্টে। আর সেই সম্ভাবনায় সত্যিতে রূপান্তরিত হল যখন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় জনস্বার্থ মামলার অনুমতি চাইলেন আদালতের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 13 =