এবার পুজো মণ্ডপেও কেকে! সৌজন্যে উত্তর কলকাতার জনপ্রিয় পুজো কমিটি

এবার পুজো মণ্ডপেও কেকে! সৌজন্যে উত্তর কলকাতার জনপ্রিয় পুজো কমিটি

068abd0dc0f1b0cfe1ec64b45bed71db

কলকাতা: বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে যে আর নেই সে কথা ভেবে এখনও মানতে পারছেন না তাঁর লক্ষ লক্ষ ভক্ত, অনুরাগীরা। শেষবার তিনি কলকাতার বুকে করেছেন লাইভ পারফরম্যান্স। মে মাসের শেষ সপ্তাহে নজরুল মঞ্চে গান গাইতে উঠেছিলেন জনপ্রিয় এই গায়ক। লাইভ অনুষ্ঠান শেষেই শারীরিক অসুস্থতা এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই চিরঘুমের দেশে পাড়ি দেওয়া, এইভাবে শেষ হয় কেকের জীবন। কেকের এই আকস্মিক মৃত্যুতে একদিকে যেমন উঠেছে বিতর্ক, সমালোচনার ঝড়, অন্যদিকে কেকের মৃত্যুর যন্ত্রণা যেন আরো বেশি করে বিঁধছে তিলোত্তমা কলকাতার বুকে। আর তাই প্রিয় এই গায়ককে শ্রদ্ধা জানাতে অভিনব এক প্রয়াস নিল উত্তর কলকাতার জনপ্রিয় একটি ক্লাব। জানা যাচ্ছে চলতি বছরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তথা দুর্গাপুজোয় উত্তর কলকাতার এই ক্লাবই কেকের থিমে বানাচ্ছে মণ্ডপ। এমনকি মণ্ডপে কেকের আদলে একটি মূর্তিও থাকবে বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে কেকের থেমেই এবার পুজো মণ্ডপ সাজাতে চলেছে উত্তর কলকাতার কবিরাজবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কেকের একের পর এক জনপ্রিয় গান থেকে শুরু করে তাঁর নজরুল মঞ্চে করা শেষ লাইভ অনুষ্ঠান সমস্ত কিছুই ফুটিয়ে তোলা হবে এই দুর্গাপুজার মন্ডপের অন্দরসজ্জায়। ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। এমনকি পুজো উদ্যোক্তাদের একাংশ জানিয়েছেন কেকের আদলে একটি মূর্তিও রাখা হবে মন্ডপের ভিতরে, ইতিমধ্যেই যে মূর্তির অর্ডার দেওয়া হয়েছে কুমোরটুলিতে। তবে কেকের থিমকে ঠিক কিভাবে প্রতিষ্ঠা করা হবে দুর্গাপুজোর ওই মণ্ডপে তা আর খোলসা করে জানায়নি ক্লাব। শুধুমাত্র এটুকুই জানানো হয়েছে যে এই বিষয়ে চূড়ান্ত এবং বিস্তারিত তথ্য দেওয়া হবে খুঁটিপুজোর দিন। এর সঙ্গেই জানা যাচ্ছে কবিরাজবাগানের এ বছরের দূর্গাপুজোয় দিনরাত বাজবে কেকের জনপ্রিয় সমস্ত গান। এমনকি এই পুজোতে কেকের পরিবারকেও আমন্ত্রণ জানানোর কথা ভাবনা চিন্তা করছে এই দুর্গোৎসব কমিটি। সব মিলিয়ে এবছরের কবিরাজবাগানের পুজো অনুষ্ঠিত হবে যেন কেকে কে শ্রদ্ধা জানানোর জন্যই।

উল্লেখ্য উত্তর কলকাতার কবিরাজ বাগানের এই পুজোয় প্রত্যেক বছরই ধরা পড়ে নতুন কোনো থিম। থিম পুজোর জন্য যখন বরাবরই দক্ষিণ কলকাতার একের পর এক বাঘা বাঘা দুর্গোৎসব কমিটির নাম উঠে আসে ঠিক তখনই উত্তর কলকাতার এই দুর্গাপুজোতে একের পর এক অনন্য থিমের ছোঁয়া আনেন উদ্যোক্তারা। এ বছর তাদের থিম কেকে। ক্লাবের কর্তারা জানাচ্ছেন এই বছরের পুজোর মাধ্যমেই প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবে কবিরাজবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *