ভগবানপুর: ভাইফোঁটার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হলেন বিজেপি কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার মহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের। ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ভগবানপুর থানার বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকায় টহল দিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত বিজেপি কর্মীর নাম শম্ভু মাইতি (৩৭)। তিনি ভগবানপুর ১ ব্লকের মহাম্মদপুর ১ গ্রাম পঞ্চায়েতের শক্তি কেন্দ্রের দায়িত্বে ছিলেন৷ এলাকার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা পুলককান্তি গুড়িয়া অভিযোগ করে বলেন, “ভাতৃ দ্বিতীয়ার রাতে তৃণমূলের উন্নয়ন বাহিনী বিজেপি কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে মারধর করে খুন করল। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই৷” অন্যদিকে অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা অভিজিৎ দাস বলেন, “এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই৷ পুলিশ তদন্ত করলেই কারণ স্পষ্ট হয়ে যাবে৷’’
স্থানীয় সূত্রের খবর, ভাইফোঁটার রাতে শম্ভু মাইতিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ এরপর তারা নদী পাড়ের দিকে চলে যায়৷ পরিজনেরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ রাতেই নদী পাড় থেকে রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে পুলিশ৷ নিয়ে যাওয়া হয় ভগবানপুর গ্রামীণ হাসপাতালে৷ অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছায় একাধিক বিজেপি নেতৃত্ব৷ ভগবানপুর থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস বলেন, “রাতেই খবর পেয়ে নদীর পাড় থেকে রক্তাক্ত জখম ওই যুবককে উদ্ধার করে ভগবানপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তমলুক হাসপাতালের মৃত্যু হয়। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি৷’’