হাওড়া: সাংসারিক অশান্তির জেরে পিসিকে ইট দিয়ে মাথায় মেরে খুন করার অভিযোগ উঠল মদ্যপ ভাইপোর বিরুদ্ধে। মৃতার নাম ষষ্ঠী ভাণ্ডারি (৭২)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আমতা থানার সোনামুই গ্রামে। আমতা থানার পুলিস মৃতার ভাইপো প্রদীপ ভাণ্ডারিকে গ্রেপ্তার করেছে।
ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস জানিয়েছে, ধৃতকে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কাঠমিস্ত্রি প্রদীপ প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করত। বিষয়টি নিয়ে প্রদীপের পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বারণ করলেও সে কারও কথা শুনত না।
ফলে ওই পরিবারে অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতে যথারীতি প্রদীপ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে অশান্তি শুরু করে। অশান্তি চরমে উঠলে প্রদীপের মা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তখন পিসি ষষ্ঠীদেবী প্রদীপকে অপমান করেন। অভিযোগ, পিসির কাছে অপমান শোনার পর সে রাগে ষষ্ঠী ভাণ্ডারিকে ঘর থেকে টেনে বার করে উঠানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করে এবং ইট দিয়ে তাঁর মাথায় মারে। পরে প্রদীপই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে আমতা গ্রামীণ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যাওয়ার পথেই তিনি মারা যান।